Logo

রাজনৈতিক অঙ্গনে নতুন প্ল্যাটফর্ম ‘এনপিএ’র আত্মপ্রকাশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ জানুয়ারি, ২০২৬, ১৯:১১
রাজনৈতিক অঙ্গনে নতুন প্ল্যাটফর্ম ‘এনপিএ’র আত্মপ্রকাশ
ছবি: সংগৃহীত

বাংলাদেশের রাজনীতিতে নতুন একটি প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করেছে ‘নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন (এনপিএ)’। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে যাত্রা শুরু করে এই উদ্যোগ।

বিজ্ঞাপন

‘জনগণের শক্তি, আগামীর মুক্তি’ স্লোগানকে সামনে রেখে আত্মপ্রকাশ করা এনপিএ পাঁচটি মৌলিক নীতির ওপর ভিত্তি করে কার্যক্রম চালানোর ঘোষণা দিয়েছে। নীতিগুলো হলো—গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার এবং প্রাণ ও প্রকৃতি সুরক্ষা। আত্মপ্রকাশ অনুষ্ঠানে জনগণমুখী রাজনৈতিক শক্তি গড়ে তুলতে দেশের সব প্রগতিশীল ও সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠান উপলক্ষে দুপুর থেকেই কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্ল্যাটফর্মটির নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতি বাড়তে থাকে। মঞ্চ ও প্যান্ডেল প্রস্তুতের মাধ্যমে বিকেল নাগাদ সেখানে উল্লেখযোগ্য জনসমাগম দেখা যায়।

বিজ্ঞাপন

এনপিএর পক্ষ থেকে জানানো হয়, দেশে বিদ্যমান শাসননির্ভর ক্ষমতা-কাঠামো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে জনগণের সেবার পরিবর্তে ক্ষমতাসীন গোষ্ঠীর অনুগত করে তুলেছে। এর ফলে জনগণের অধিকার রক্ষার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানগুলোই ক্ষমতা চর্চা ও সম্পদ আহরণের অংশ হয়ে উঠেছে। এই বাস্তবতা পরিবর্তনের লক্ষ্যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে জনগণের অধিকার সংরক্ষণ ও সেবাভিত্তিক কাঠামোয় রূপান্তরের অঙ্গীকার করেছে প্ল্যাটফর্মটি।

ঘোষণাপত্রে আইন বিভাগ, নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের পূর্ণ ও কার্যকর পৃথকীকরণের দাবি জানানো হয়। পাশাপাশি ক্ষমতার বিকেন্দ্রীকরণ নিশ্চিত করতে শক্তিশালী, আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ এবং কেন্দ্রীয় নিয়ন্ত্রণমুক্ত স্থানীয় সরকার ব্যবস্থার ওপর গুরুত্ব আরোপ করা হয়।

অর্থনৈতিক দিক থেকে এনপিএ লুটপাট, দুর্নীতি ও সিন্ডিকেটনির্ভর ব্যবস্থার অবসানের কথা বলেছে। তাদের লক্ষ্য একটি স্বনির্ভর, উৎপাদনমুখী ও জনকল্যাণভিত্তিক অর্থনীতি গড়ে তোলা। কৃষি খাতে উৎপাদন ব্যয় কমানো, সহজ শর্তে কৃষিঋণ, ন্যায্যমূল্য নিশ্চিতে ভর্তুকি এবং শিল্পশ্রমিকদের জন্য সম্মানজনক মজুরি কাঠামো গড়ে তোলার প্রতিশ্রুতি দেওয়া হয়। একই সঙ্গে বৈষম্য হ্রাস ও রাষ্ট্রীয় রাজস্ব বাড়াতে প্রগতিশীল করব্যবস্থা চালুর কথাও জানানো হয়।

বিজ্ঞাপন

পরিবেশ ও জলবায়ু সংকট প্রসঙ্গে এনপিএ জানায়, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বাংলাদেশে অপরিকল্পিত উন্নয়ন ও বড় প্রকল্প প্রাণ-প্রকৃতি ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। নদী দখল, বন উজাড়, দূষণ এবং অনিয়ন্ত্রিত নগরায়ণের বিরুদ্ধে অবস্থান নিয়ে টেকসই উন্নয়নের মাধ্যমে একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তাকে রাষ্ট্রের মৌলিক দায়িত্ব হিসেবে উল্লেখ করে প্ল্যাটফর্মটি জানায়, জাতি, ধর্ম, লিঙ্গ ও শ্রেণি নির্বিশেষে সব নাগরিকের জন্য সমান অধিকার ও সুযোগ নিশ্চিত করতে তারা কাজ করবে। মতপ্রকাশ ও ধর্মীয় স্বাধীনতা রক্ষার পাশাপাশি জানমালের নিরাপত্তা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রতিশ্রুতিও দেওয়া হয়।

বিজ্ঞাপন

পাঁচটি মূলনীতি এবং সাতটি লক্ষ্য ও উদ্দেশ্যকে ভিত্তি করে এনপিএ তাদের পথচলা শুরু করেছে। গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার এবং প্রাণ-প্রকৃতি-পরিবেশ সুরক্ষাই এই প্ল্যাটফর্মের মূল দর্শন।

জানা গেছে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগকারী একটি অংশ এবং বিভিন্ন বামপন্থি সংগঠনের সঙ্গে যুক্ত অ্যাকটিভিস্টদের সমন্বয়ে এনপিএ গঠিত হয়েছে। উল্লেখ্য, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের পর এখন পর্যন্ত দেশের রাজনৈতিক অঙ্গনে ২৮টিরও বেশি নতুন রাজনৈতিক দল ও প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ ঘটেছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD