নিজেকে অপসাংবাদিকতার শিকার বলে দাবি করলেন মামুনুল হক

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া কারণ দর্শানোর নোটিশের (শোকজ) লিখিত ব্যাখ্যা জমা দিয়েছেন ঢাকা–১৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
বিজ্ঞাপন
শনিবার সকাল ১০টার দিকে তিনি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে উপস্থিত হয়ে তার জবাব দাখিল করেন।
আরও পড়ুন: ইসির শোকজের জবাব দিলেন মামুনুল হক
নোটিশের জবাব জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মামুনুল হক জানান, তাকে ঘিরে প্রকাশিত কয়েকটি সংবাদ বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি দাবি করেন, এসব প্রতিবেদনের কারণে তিনি অপসাংবাদিকতার শিকার হয়েছেন—এই বিষয়টি নির্বাচন কমিশনকে অবহিত করা হয়েছে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সাধারণ মানুষকে সচেতন করতে তিনি লিফলেট বিতরণ করেছেন। তবে নিজের সংসদীয় আসনে কোনো ধরনের নির্বাচনী প্রচার বা প্রার্থিতা সংশ্লিষ্ট কার্যক্রমে তিনি অংশ নেননি। তার বক্তব্য অনুযায়ী, বিষয়টি যাচাই না করেই কিছু গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।
মামুনুল হক জানান, লিখিত ব্যাখ্যা জমা দেওয়ার পর এ বিষয়ে নির্বাচন কমিশন পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে।
বিজ্ঞাপন
এর আগে গত ১৪ জানুয়ারি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি ভঙ্গের অভিযোগ তুলে মামুনুল হককে কারণ দর্শানোর নোটিশ দেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ইউনুচ আলী। আগারগাঁও এলাকায় তিনি নির্বাচনী প্রচারণা চালিয়েছেন—এমন সংবাদ গণমাধ্যমে প্রকাশ পাওয়ার পর এই নোটিশ দেওয়া হয়।








