নির্বাচনী প্রচারণায় প্রার্থীদের যেন হাদির মতো না হয়: আখতার

নির্বাচনী প্রচারণাকালে কোনো প্রার্থী বা সাধারণ ভোটার যেন সহিংসতার শিকার না হন, এমন নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।
বিজ্ঞাপন
গত বুধবার (২১ জানুয়ারি) বিকেলে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে ‘শাপলা কলি’ প্রতীক বরাদ্দ পাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ বক্তব্য দেন।
আখতার হোসেন বলেন, সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। অস্ত্র উদ্ধারের অভিযানে সন্ত্রাসীদের গুলিতে র্যাবের একজন কর্মকর্তা নিহত হওয়া এবং মিরপুরে হতাহতের ঘটনার মতো বিষয়গুলো পরিস্থিতির ভয়াবহতারই ইঙ্গিত দেয়।
বিজ্ঞাপন
তিনি বলেন, আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা চলাকালে যেন কোনো প্রার্থী বা ভোটার হাদির মতো পরিণতির শিকার না হন, সে দায়িত্ব সরকার ও নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, অতীতে বহুবার সাধারণ মানুষের ওপর নিপীড়নের ঘটনা ঘটেছে এবং বর্তমানে তা নতুন রূপে ‘মামলা বাণিজ্য’-এ পরিণত হয়েছে। রাজনৈতিক সমর্থন আদায়ের জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা দেওয়ার প্রবণতা বেড়েছে বলে অভিযোগ করেন তিনি। এসব অনিয়ম বন্ধে সরকারের পক্ষ থেকে কার্যকর ও চূড়ান্ত সমাধান প্রত্যাশা করেন আখতার।
বিজ্ঞাপন
নির্বাচন ঘিরে অবৈধ অস্ত্রের ব্যবহার, সংঘাত এবং সহিংসতা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনোভাবেই যেন প্রার্থী, কর্মী কিংবা সাধারণ ভোটার ক্ষতিগ্রস্ত না হন। এ জন্য সরকার ও নির্বাচন কমিশনের সমন্বিত ও শক্ত অবস্থান জরুরি।
এনসিপির এই নেতা বলেন, ‘জুলাই সনদ’কে সুরক্ষিত করাই তাদের রাজনৈতিক লক্ষ্য। যারা ভোটবর্জনের প্রচারণা চালাচ্ছে, জনগণ নির্বাচনের মাধ্যমে তাদের প্রত্যাখ্যান করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। গণভোটে ‘হ্যাঁ’-এর বিজয়ের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশের যে প্রত্যাশা তৈরি হয়েছে, তার প্রতিটি অংশ নিরাপদ ও বাস্তবায়নযোগ্য করতে চান বলেও জানান আখতার হোসেন।








