প্রার্থিতা ফিরে পেতে নতুন উদ্যোগ নিচ্ছেন মঞ্জুরুল আহসান মুন্সী

কুমিল্লা–৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বৈধ করতে নতুন আইনি উদ্যোগ নেওয়া হচ্ছে। নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট হাইকোর্টে খারিজ হওয়ায় তিনি আপাতত নির্বাচনে অংশ নিতে পারছেন না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এই বিষয়ে আপিল বিভাগে আবেদন করা হবে বলে জানিয়েছেন মঞ্জুরুল আহসান মুন্সীর আইনজীবী অ্যাডভোকেট সাইফুল্লাহ আল মামুন।
এর আগে বুধবার হাইকোর্ট কুমিল্লা–৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন ফিরে পেতে ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা রিট আবেদন খারিজ করে দেন। আদালতের এই আদেশের ফলে তার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল থাকে, যা তাকে নির্বাচনি প্রতিযোগিতার বাইরে রাখছে।
বিজ্ঞাপন
হাইকোর্টে শুনানিকালে মঞ্জুরুল আহসান মুন্সীর পক্ষে আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান, ব্যারিস্টার হামিদুল মিসবাহ এবং অ্যাডভোকেট সাইফুল্লাহ আল মামুন।
অপরদিকে, একই আসনের আরেক প্রার্থী হাসনাত আব্দুল্লাহর পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী, অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা এবং অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন।
বিজ্ঞাপন
শুনানি শেষে হাসনাত আব্দুল্লাহর আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু সাংবাদিকদের জানান, মঞ্জুরুল আহসান মুন্সী আদালতের কাছে ঋণ খেলাপির তথ্য গোপন করে প্রতারণা করেছেন। আদালত সেই বিষয়টি বিবেচনায় নিয়ে তার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছেন।
তিনি আরও বলেন, বর্তমান আদেশ অনুযায়ী মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। তবে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগের শরণাপন্ন হওয়ার সুযোগ তার জন্য উন্মুক্ত রয়েছে।








