দেশের অসুস্থতা সারাতে ডা. শফিকুর রহমান ছাড়া কেউ পারবেন না

ঢাকা-১৭ আসনের প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান বলেছেন, বর্তমানে বাংলাদেশ একটি রূপান্তরিত দেশ। আমি ঢাকা ও দেশের প্রতিটি এলাকায় ঘুরে দেখেছি। পুরো দেশে অসুস্থতা বিরাজ করছে। এই মুহূর্তে দেশের অসুস্থতা সারাতে ডা. শফিকুর রহমান ছাড়া কেউ পারবেন না।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ২টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা-১৫ আসনের উদ্যোগে আয়োজিত এক জনসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ সমাবেশের আয়োজন করা হয়।
ডা. খালিদুজ্জামান বলেন, বাংলাদেশ এখন এক রূপান্তরকাল অতিক্রম করছে। তিনি ঢাকা শহরসহ দেশের বিভিন্ন অঞ্চল ঘুরে সাধারণ মানুষের অবস্থা প্রত্যক্ষ করেছেন। গোটা দেশেই এক ধরনের অস্থিরতা ও সংকট বিরাজ করছে, যা থেকে উত্তরণে সঠিক ও সৎ নেতৃত্ব প্রয়োজন। এই বাস্তবতায় ডা. শফিকুর রহমান ছাড়া আর কেউ দেশকে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে পারবেন না।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী এমন একটি রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখে, যেখানে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হবে। নারী সমাজ তাদের ন্যায্য মর্যাদা ফিরে পাবে, কেউ জুলুম ও নিপীড়নের শিকার হবে না এবং প্রত্যেকে ন্যায়সংগত অধিকার ভোগ করবে।
উল্লেখ্য, ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
জনসমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েম, ঢাকা-১৬ আসনের প্রার্থী ও শিক্ষাবিদ কর্নেল আব্দুল বাতেনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
বিজ্ঞাপন
আরও পড়ুন: জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণা শুরু
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাফরুল উত্তর থানার আমির রেজাউল করিম মাহমুদ, কাফরুল পশ্চিম থানার আমির আব্দুল মতিন খান, কাফরুল দক্ষিণ থানার আমির আনোয়ারুল করিম, ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মো. তসলিম।
সমাবেশের উদ্বোধনী বক্তব্য দেন শহীদ আব্দুল হান্নানের সন্তান ড. সাঈদ খান। তিনি বলেন, শহীদদের আত্মত্যাগের আদর্শ ধারণ করেই ‘ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র’ প্রতিষ্ঠা করা হবে। গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে সেই লক্ষ্য বাস্তবায়নের পথ সুগম হবে এবং জুলাইয়ে আত্মত্যাগ করা শহীদদের রক্তের প্রতি প্রকৃত সম্মান জানানো সম্ভব হবে।








