Logo

চট্টগ্রামের পথে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ জানুয়ারি, ২০২৬, ১৯:২৫
চট্টগ্রামের পথে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান
ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনি জনসভায় অংশ নিতে চট্টগ্রামের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। শনিবার (২৪ জানুয়ারি) বিকেল ৫টা ৪৯ মিনিটে তিনি রাজধানীর গুলশানের ১৯৬ নম্বর বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হন।

বিজ্ঞাপন

ঘোষিত সফরসূচি অনুযায়ী, শনিবার সন্ধ্যায় আকাশপথে চট্টগ্রামে পৌঁছে সেখানে রাত যাপন করবেন বিএনপি চেয়ারম্যান। রবিবার (২৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি।

জনসভা শেষে বিকেলে চট্টগ্রাম ছাড়বেন তারেক রহমান। এরপর পর্যায়ক্রমে বিকেল ৪টায় ফেনীর পাইলট স্কুল মাঠ, বিকেল সাড়ে ৫টায় কুমিল্লার চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠ এবং সন্ধ্যা ৭টায় ফেনীর সুয়াগাজীর ডিগবাজির মাঠে জনসভায় অংশ নেবেন তিনি। একই দিন সন্ধ্যা সাড়ে ৭টায় কুমিল্লার দাউদকান্দির কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আরেকটি নির্বাচনি সমাবেশে বক্তব্য রাখার কথা রয়েছে।

বিজ্ঞাপন

ঢাকায় ফেরার পথে রাত সাড়ে ১১টায় নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে শেষ জনসভায় অংশ নিয়ে গভীর রাতে গুলশানে নিজ বাসভবনে ফিরবেন তিনি।

উল্লেখ্য, এর আগে সর্বশেষ ২০০৫ সালে চট্টগ্রাম সফর করেছিলেন তারেক রহমান। সে সময় তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD