Logo

হজের জন্য তিন প্যাকেজ ঘোষণা, কমলো খরচ ও বিমান ভাড়া

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৭:৪৭
24Shares
হজের জন্য তিন প্যাকেজ ঘোষণা, কমলো খরচ ও বিমান ভাড়া
ছবি: সংগৃহীত

আগামী বছরের হজযাত্রীদের জন্য সরকারি ব্যবস্থাপনায় নতুন তিনটি প্যাকেজ ঘোষণা করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

রবিবার (২৮ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের সভাকক্ষে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন এ প্যাকেজগুলো প্রকাশ করেন।

২০২৬ সালের হজে খরচ কিছুটা কমছে। সর্বনিম্ন প্যাকেজ-৩ এর খরচ নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা। প্যাকেজ-২ এর মূল্য ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা এবং প্যাকেজ-১ এর মূল্য ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা।

বিজ্ঞাপন

আবাসন সুবিধার ভিত্তিতে এ তিন প্যাকেজ আলাদা করা হয়েছে। প্রথম প্যাকেজে হজযাত্রীরা মসজিদুল হারাম থেকে ৭০০ মিটারের মধ্যে অবস্থান করবেন। দ্বিতীয় প্যাকেজে থাকার ব্যবস্থা থাকবে মসজিদুল হারামের ১ দশমিক ৭ কিলোমিটারের মধ্যে। আর তৃতীয় প্যাকেজের আবাসন আজিজিয়া এলাকায়।

হজযাত্রীদের আরেকটি স্বস্তির খবর হলো বিমান ভাড়া কমানো হয়েছে। গত বছর বিমান ভাড়া ছিল ১ লাখ ৬৭ হাজার ৮২০ টাকা, এবার তা কমিয়ে ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

ধর্ম উপদেষ্টা জানান, বয়স ও স্বাস্থ্যের বিষয়েও নতুন নির্দেশনা রাখা হয়েছে। ৭০ বা ৮০ বছরের ঊর্ধ্বে কেউ হজে গেলে, তার সঙ্গে ৫০ বছরের নিচে একজন সঙ্গী থাকতে হবে। এছাড়া সংক্রামক রোগে আক্রান্ত কেউ হজে অংশ নিতে পারবেন না।

বিজ্ঞাপন

এবার বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালনের সুযোগ পাবেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে ২০২৬ পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজ নিবন্ধন শুরু হবে ২৭ জুলাই এবং চলবে ১২ অক্টোবর পর্যন্ত।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

হজের জন্য তিন প্যাকেজ ঘোষণা, কমলো খরচ ও বিমান ভাড়া