Logo

রমজান উপলক্ষে ফিরছে ‘পুষ্টি ভার্সেস অফ লাইট’ সিজন ২

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ ডিসেম্বর, ২০২৫, ১৭:০৮
6Shares
রমজান উপলক্ষে ফিরছে ‘পুষ্টি ভার্সেস অফ লাইট’ সিজন ২
ছবি প্রতিনিধি।

মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে টি.কে. গ্রুপের উদ্যোগে পবিত্র মাহে রমজানকে সামনে রেখে দেশের অন্যতম মর্যাদাপূর্ণ কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা “পুষ্টি ভার্সেস অফ লাইট – সিজন ২”–এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন টি.কে. গ্রুপের বিজনেস ডিরেক্টর মোহাম্মদ মোফাচ্ছেল হক। সংবাদ সম্মেলনে দেশবরেণ্য ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট আলেম ও শীর্ষস্থানীয় গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, দেশের বিভিন্ন প্রান্তের মেধাবী হাফেজ কিশোর-কিশোরীদের জাতীয় পর্যায়ে তুলে ধরা ও যথাযথ মূল্যায়নের লক্ষ্যে এই পবিত্র কোরআন চর্চার আয়োজন অব্যাহত থাকবে। দ্বিতীয় আসরে “পুষ্টি ভার্সেস অফ লাইট” আরও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ইসলামের খেদমতে টি.কে. গ্রুপের এই উদ্যোগ ধর্মপ্রাণ মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন

এ সময় আরও বক্তব্য দেন টি.কে. গ্রুপের পরিচালক (এইচআর) আলমাস রাইসুল গনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারী ও “পুষ্টি ভার্সেস অফ লাইট”-এর প্রধান বিচারক শেখ আহমাদ বিন ইউসুফ আল আজহারী। তিনি বলেন, কিশোর ও তরুণ প্রজন্মকে পবিত্র কোরআনের প্রতি অনুরাগী করে তুলতে এমন আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় টি.কে. গ্রুপের এই উদ্যোগকে তিনি সাধুবাদ জানান।

প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চলের প্রতিভাবান ক্ষুদে হাফেজরা প্রাথমিক অডিশনে অংশ নেওয়ার সুযোগ পাবে। অভিজ্ঞ বিচারক ও আলেমদের বাছাইয়ের মাধ্যমে নির্বাচিত সেরা প্রতিযোগীরা মূল পর্বে অংশগ্রহণ করবেন। রিজিওনাল অডিশনে অংশগ্রহণকারী প্রতিযোগীরা পুষ্টির পক্ষ থেকে আকর্ষণীয় উপহার পাবেন।

বিজ্ঞাপন

চূড়ান্ত পর্বে বিজয়ীরা লক্ষাধিক টাকাসহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হবেন। আগামী ২২ ডিসেম্বর ২০২৫ থেকে দেশব্যাপী অডিশন পর্ব শুরু হবে।

চূড়ান্ত পর্ব পবিত্র রমজান মাসজুড়ে প্রতিদিন বিকাল ৫টা থেকে মাগরিবের আজানের আগ পর্যন্ত দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল নাইন-এ প্রচারিত হবে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে টি.কে. গ্রুপের বিভিন্ন ইউনিটের হেড অব সেলস, হেড অব বিজনেসসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD