Logo

ড্রেসিং করা হাঁস-মুরগি খাওয়া কি জায়েজ

profile picture
জনবাণী ডেস্ক
১৭ ডিসেম্বর, ২০২৫, ২০:১৬
3Shares
ড্রেসিং করা হাঁস-মুরগি খাওয়া কি জায়েজ
ছবি: সংগৃহীত

বর্তমানে আমাদের দেশে প্রচলিত হাঁস-মুরগি ড্রেসিং করার পদ্ধতিটি কি শরীয়তসম্মত? ড্রেসিং করা হাঁস-মুরগি খাওয়া যাবে কি?

বিজ্ঞাপন

প্রশ্ন : বাড়িতে বাজার করে আনা হাঁস-মুরগি নিয়ে মাঝেমধ্যেই ছোটখাটো তর্ক লেগেই যায়। বিশেষ করে ড্রেসিং করা মুরগি হলে তো কথাই নেই। কেউ বলে, বাজারের ড্রেসিং ঠিক আছে; আবার কেউ দৃঢ়ভাবে বলে, গরম পানিতে চুবিয়ে লোম তোলার এ পদ্ধতি নাকি শরীয়তসম্মত নয়।

উত্তর : দোকানগুলোতে সাধারণত যে পদ্ধতিতে হাঁস-মুরগি ড্রেসিং করা হয় তাতে ওই মুরগির গোশত খাওয়া নাজায়েজ বা মাকরূহ হয়ে যায় না। কারণ, এক্ষেত্রে মুরগি বা হাঁস গরম পানিতে যতটুকু সময় চুবিয়ে রাখা হয়, এতে তাদের ভেতরের নাপাকির প্রভাব গোশতে পৌঁছে না। বরং এর দ্বারা শুধু লোমকূপগুলো ঢিলা ও নরম হয়ে যায়।

বিজ্ঞাপন

অবশ্য যদি এত বেশি সময় তপ্ত গরম পানিতে হাঁস-মুরগি চুবিয়ে রাখা হয়, যার ফলে নাপাকির প্রভাব ও গন্ধ গোশতের ভেতর চলে যায়, তাহলে সেক্ষেত্রে ওই মুরগি বা হাঁসের গোশত খাওয়া নাজায়েজ হয়ে যাবে।

আর যেসব হাঁস-মুরগি সাধারণ নিয়মে ড্রেসিং করা হয়, (অর্থাৎ অধিক সময় ফুটন্ত পানিতে চুবিয়ে রাখা হয় না) সেগুলোও রান্না করার পূর্বে ভালোভাবে ধুয়ে পাক করে নেওয়া জরুরি।

উল্লেখ্য, ড্রেসিংয়ের প্রচলিত পদ্ধতি কিছুটা সংশোধনযোগ্য। এতে আপত্তিকর বিষয় রয়েছে।

বিজ্ঞাপন

(আলবাহরুর রায়েক : ১/২৩৯, ফাতহুল কাদির : ১/১৮৬, মাজমাউল আনহুর : ১/৯১)

উত্তর দিয়েছেন-মুফতী নিজাম উদ্দীন আল আদনান, মুহতামিম, জামিয়াতুল কোরআন, ঢাকা

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD