Logo

শাবান মাসের শেষ পাঁচ দিন রোজা: কী বলে ইসলামি বিধান

profile picture
জনবাণী ডেস্ক
২১ জানুয়ারি, ২০২৬, ১২:৪৭
শাবান মাসের শেষ পাঁচ দিন রোজা: কী বলে ইসলামি বিধান
ছবি: সংগৃহীত

রমজান মাসের প্রস্তুতির অংশ হিসেবে মুসলিমরা শাবান মাসে বেশি বেশি নফল রোজা পালন করে থাকেন। রাসুলুল্লাহ (সা.)–এর আমল অনুসরণ করে অনেকেই এই মাসকে ইবাদতের মাধ্যমে কাটাতে আগ্রহী হন।

বিজ্ঞাপন

তবে শাবান মাসের শেষ কয়েক দিন, বিশেষ করে শেষ পাঁচ দিনে রোজা রাখা নিয়ে ইসলামি ফিকহে কিছু গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা রয়েছে, যা জানা থাকা জরুরি।

হাদিস শরিফ থেকে জানা যায়, রাসুলুল্লাহ (সা.) শাবান মাসে অন্য যেকোনো মাসের তুলনায় বেশি নফল রোজা রাখতেন। এটি ছিল তাঁর একটি নিয়মিত আমল। শাবান মূলত রমজানের আগমনের পূর্ব প্রস্তুতির মাস—যেখানে বান্দা শারীরিক ও আত্মিকভাবে নিজেকে প্রস্তুত করে নেয়।

বিজ্ঞাপন

সহিহ বুখারি ও মুসলিমে বর্ণিত এক হাদিসে উম্মুল মুমিনিন হজরত আয়েশা (রা.) বলেন, “নবীজি (সা.) শাবান মাসের অধিকাংশ দিন রোজা রাখতেন।”

তবে হাদিসের বর্ণনা অনুযায়ী, রমজান একেবারে কাছাকাছি চলে এলে রাসুলুল্লাহ (সা.) নফল রোজা রাখা থেকে বিরত থাকতেন। আলেমদের ব্যাখ্যা অনুযায়ী, শাবান মাসের শুরু থেকে মধ্যভাগ পর্যন্ত রোজা রাখা সুন্নত ও অত্যন্ত ফজিলতপূর্ণ হলেও শেষ কয়েক দিন—বিশেষ করে শেষ পাঁচ দিন—রোজা না রেখে বিরতি দেওয়া উত্তম।

এর মূল কারণ হলো, যেন শাবানের নফল রোজা ও রমজানের ফরজ রোজা একসঙ্গে মিশে না যায়। কেন শেষ পাঁচ দিনে রোজা থেকে বিরত থাকা উত্তম, ইসলামি শিক্ষায় ফরজ ও নফল ইবাদতের মধ্যে স্পষ্ট পার্থক্য রাখা গুরুত্বপূর্ণ।

বিজ্ঞাপন

নবীজি (সা.) চেয়েছেন— শাবানের রোজা যেন রমজানের ফরজ রোজার সঙ্গে সংযুক্ত না হয়ে যায়, ফরজ রোজার আগে শরীরকে অতিরিক্ত ক্লান্ত করা না হয়, রমজানের রোজা যেন পূর্ণ উদ্যম ও মনোযোগের সঙ্গে আদায় করা যায়।

এ কারণেই শেষ দিনগুলোতে রোজা না রেখে শরীরকে বিশ্রাম দেওয়াকে সুন্নাহসম্মত বলা হয়েছে।

শাবান মাস অবশ্যই ইবাদতের মাস। এ সময়— নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির ও দোয়া, বেশি বেশি ইস্তেগফার।

বিজ্ঞাপন

ইত্যাদি আমল বাড়ানো অত্যন্ত ফজিলতপূর্ণ। তবে এসব ইবাদত যেন সুন্নাহর সীমার ভেতরে থাকে এবং রমজানের ফরজ ইবাদতে কোনো ধরনের দুর্বলতা সৃষ্টি না করে—সে বিষয়ে সচেতন থাকা জরুরি।

শাবান মাস রমজানের জন্য প্রস্তুতির সময়। এ মাসে বেশি বেশি নফল ইবাদত করা প্রশংসনীয় হলেও, শাবানের শেষ পাঁচ দিনে রোজা না রেখে বিরতি দেওয়াই উত্তম ও সুন্নাহসম্মত। এতে করে রমজানের ফরজ রোজা পূর্ণ শক্তি, আগ্রহ ও ইখলাসের সঙ্গে আদায় করা সম্ভব হয়।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD