Logo

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ উইং অচল করতে মনিরুজ্জামানের চক্রান্ত

profile picture
মো. রুবেল হোসেন
১২ অক্টোবর, ২০২৫, ১৩:৩১
55Shares
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ উইং অচল করতে মনিরুজ্জামানের চক্রান্ত
ফাইল ছবি।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ উইং অচল করতে চক্রান্ত শুরু করেছে একটি মহল। এরই মধ্যে উদ্ভিদ সংরক্ষণ উইংয়ের অফিসিয়াল কম্পিউটারের সংরক্ষিত সকল ডাটাবেইজ নষ্ট করেছে উদ্ভিদ সংরক্ষণ উইংয়ের কর্মরত সাবেক প্রধান সহকারী মো. মনিরুজ্জামান।

বিজ্ঞাপন

এরই আলোকে মো. মনিরুজ্জামানের বিরুদ্ধে কারণ দর্শনোর নোটিশ দিয়েছিল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মহাপরিচালক কৃষিবিদ মো. ছাইফুল আলম কিন্তু জবাবটি যথাযথ না হওয়ায় বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

জানা যায়, উদ্ভিদ সংরক্ষণ উইংয়ের সাবেক প্রধান সহকারী মো. মনিরুজ্জামান বর্তমদনে মাদারীপুর উপ পরিচালকের কার্যালয়ে কর্মরত রয়েছেন। মো. মনিরুজ্জামানকে মাদারীপুরে বদলি করার পর তিনি উদ্ভিদ সংরক্ষণ উইংয়ের অফিসিয়াল কম্পিউটারের সংরক্ষিত সকল ডাটাবেইজ ডিলিট বা নষ্ট করেছেন।

বিজ্ঞাপন

মৃণালিনী বাড়ৈ উদ্ভিদ সংরক্ষণ উইংয়ের প্রধান সহকারী হিসেবে দায়িত্ব গ্রহণের পর দাপ্তরিক কাজ করতে গিয়ে লক্ষ্য করেন, কম্পিউটারের সমস্ত তথ্য উপাত্ত ডিলিট/মুছে ফেলা হয়েছে। বিষয় টি নিয়ে তাতক্ষণিক মো. মনিরুজ্জামানকে টেলিফোনে মৃনালিনী বাড়ৈ জিজ্ঞেস করলে তিনি তা স্বীকরোক্তি দিয়েছেন।

এর ফলে কম্পিউটারের যাবতীয় অতিগুরুত্বপূর্ণ তথ্য ডিলিট করে উদ্ভিদ সংরক্ষণ উইংয়ের প্রশাসন শাখাকে অকার্যকর করেছেন মো. মনিরুজ্জামান যা কর্মচারী শৃঙ্খলা পরিপন্থী কাজ। যা সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা ২০১৮ এর ২(খ) অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD