Logo

বরিশাল-২ আসনে বিএনপির প্রার্থী শরফুদ্দিন সান্টু

profile picture
বশির হোসেন খান
৩ নভেম্বর, ২০২৫, ১৮:৩৯
68Shares
বরিশাল-২ আসনে বিএনপির প্রার্থী শরফুদ্দিন সান্টু
এস শরফুদ্দিন আহমেদ সান্টু। ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বিজ্ঞাপন

সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

ঘোষিত ২৩৭টি আসনের মধ্যে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বরিশাল জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উজিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক এস শরফুদ্দিন আহমেদ সান্টু।

বিজ্ঞাপন

দলীয় সূত্র জানায়, স্বচ্ছ রাজনৈতিক ভাবমূর্তি ও স্থানীয় জনপ্রিয়তার কারণে শরফুদ্দিন সান্টু বরিশাল অঞ্চলে বিএনপির অন্যতম শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচিত।

দীর্ঘদিন ধরে তিনি উজিরপুর ও বানারীপাড়া অঞ্চলের নেতা–কর্মীদের পাশে থেকে রাজনীতি করে আসছেন। মামলা–মোকদ্দমা বা দুঃসময়েও কর্মীদের সহযোগিতা করেছেন নিরবে। রাজনৈতিক জীবনের শুরু থেকেই শরফুদ্দিন সান্টু সাধারণ মানুষের কল্যাণে কাজ করে আসছেন। তিনি বিভিন্ন শিক্ষা, সেবা ও ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। তার উদ্যোগে বরিশালের গুঠিয়া এলাকায় প্রতিষ্ঠিত বায়তুল আমান জামে মসজিদ (যা “তাজমহল খ্যাত মসজিদ” নামে পরিচিত) বর্তমানে দেশের অন্যতম দর্শনীয় ধর্মীয় স্থাপনা হিসেবে পরিচিত।

২০০৩ সালের ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে উদ্বোধিত এ মসজিদের সঙ্গে রয়েছে ঈদগাহ, মাদ্রাসা ও কবরস্থান। সামাজিক কাজের পাশাপাশি দুর্যোগকালীন সময়েও মানবিক উদ্যোগের জন্য আলোচনায় থাকেন তিনি। বন্যা, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে নিয়মিতভাবে সহযোগিতার হাত বাড়ান সান্টু।

বিজ্ঞাপন

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বরিশাল-২ আসনে শরফুদ্দিন আহমেদ সান্টুর প্রার্থিতা বিএনপির জন্য একটি শক্তিশালী বার্তা। এলাকায় তার জনপ্রিয়তা ও সামাজিক সম্পৃক্ততা আসন্ন নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

বরিশাল-২ আসনে বিএনপির প্রার্থী শরফুদ্দিন সান্টু