Logo

অভিষেকেই রেকর্ডের ছড়াছড়ি জাকের আলীর

profile picture
জনবাণী ডেস্ক
৫ মার্চ, ২০২৪, ২২:১৯
86Shares
অভিষেকেই রেকর্ডের ছড়াছড়ি জাকের আলীর
ছবি: সংগৃহীত

বড় লক্ষ্য তাড়া করতে নেমে দলের হয়ে ৩৪ বলে সর্বোচ্চ ৬৮ রান করেছেন অভিষিক্ত জাকের আলী অনিক।

বিজ্ঞাপন

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে জয়ের কাছে হেরেছে বাংলাদেশ। এই  টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতার দিনে দলের হাল ধরেন দুই মিডিল অর্ডার ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ ও জাকের আলী। দুজনের ব্যাট থেকেই আসে ১২২ রান। তাই ম্যাচ শেষে এই দুই ব্যাটারকে প্রশংসায় ভাসিয়েছে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হাসান শান্ত।

প্রথমে ব্যাটিংয়ে নেমে টাইগারদের ২০৭ রানের লক্ষ্য দেয় শ্রীলঙ্কা।  জবাব দিতে মাঠে নেমে নির্ধারিত ওভারে ২০৩ রান তুলতে পারে শান্ত-লিটনরা। এতে ৩ রানের জয় লাভ করে লঙ্কানরা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বড় লক্ষ্য তাড়া করতে নেমে দলের হয়ে  ৩৪ বলে সর্বোচ্চ ৬৮ রান করেছেন অভিষিক্ত জাকের আলী অনিক। এছাড়া ব্যাট হাতে বুড়ো হাড়ের জোর দেখিয়েছেন দেড় বছর পর আন্তর্জাতিক টি-২০ খেলতে নামা মাহমুদউল্লাহ রিয়াদও। ৩১ বলে অর্ধ-শতক হাঁকিয়ে ৫৪ রান করে ফিরেছেন অভিজ্ঞ এই ক্রিকেটার।

দেশের টি-২০তে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড করেছেন জাকের। ৩৪ বলে ৬৮ রানের ইনিংস খেলার পথে ৬টি ছক্কা মেরেছেন তিনি, যা বাংলাদেশিদের মধ্যে এক ইনিংসে সর্বোচ্চ। এর আগে ৫টি ছক্কা ছিল ৫ জন ব্যাটারের।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিন আউট হওয়ার পর জাকের আলীর স্ট্রাইক রেট ছিল সমান ২০০। আন্তর্জাতিক টি-২০তে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে ৫০ পেরুনো ইনিংসে যা পঞ্চম সর্বোচ্চ স্ট্রাইক রেট। সর্বোচ্চ ২২৫.৯২ স্ট্রাইক রেটে ২৭ বলে ৬১ রান, যা গত  ২০০৭ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করেন মোহাম্মদ আশরাফুল। পরের রেকর্ডটি পার্টনারশিপে জাকের-মেহেদী ২৭ বলের ৬৫ রানের জুটিতে ওভারপ্রতি ১৪.৪৪ রান তোলার রেকর্ড। আন্তর্জাতিক টি-২০তে ৫০ ছাড়ানো জুটিতে যা বাংলাদেশের সর্বোচ্চ।

উল্লেখ্য, গেল বছর অক্টোবরে এশিয়ান গেমসে জাকের আলীর কাগজে কলমে অভিষেক হয়। আর নিজের মাঠ সিলেটে বাংলাদেশের হয়ে ‘আসল’ অভিষেক হলো সোমবার।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD