Logo

ওয়ানডের একাদশে কারা থাকছেন, আভাস দিলেন অধিনায়ক

profile picture
জনবাণী ডেস্ক
১৩ মার্চ, ২০২৪, ০২:১৩
167Shares
ওয়ানডের একাদশে কারা থাকছেন, আভাস দিলেন অধিনায়ক
ছবি: সংগৃহীত

টিমের জন্য যেটা ভালো মনে হবে

বিজ্ঞাপন

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ বুধবার (১৩ মার্চ) থেকে শুরু হতে যাচ্ছে। প্রথম ওয়ানডের আগের দিন মঙ্গলবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন দলনেতা নাজমুল হোসেন শান্ত। 

তরুণ তানজিদ তামিম, সৌম্য সরকার ও লিটন দাসসহ দলে রয়েছেন চার ওপেনার। আগামীকাল কে খেলবেন বা খেলবেন না সে বিষয়ে অনেকটা ধোঁয়াশাই রেখে দিলেন টাইগার অধিনায়ক। শান্ত বলেন, ‘এখনই এটা প্রকাশ করতে চাইছি না।টিমের জন্য যেটা ভালো মনে হবে, সেটাই বিবেচনা করা হবে।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তবে সৌম্য সরকারকে নিয়ে শান্ত জানান, ‘অনেকদিন পর দলে এসে গত সিরিজে তিনটা ম্যাচ খেলল সে, এর মধ্যে একটা তো বড় ইনিংসও খেলল। তবে ধারাবাহিকতা সব ব্যাটসম্যানেরই ধরে রাখা বিশেষ প্রয়োজন। সৌম্যসহ সবাই সেদিকেই ফোকাস দিছে। আশা করব, সে ওয়ানডে সিরিজেও সুযোগ পেলে দলের জন্য ভালো কিছুই করবে।’

ব্যাটিং অর্ডারে এবারের সিরিজে অবশ্য কোনো ধরনের রদবদল হবে না, তেমনই আভাস দিয়ে রাখলেন অধিনায়ক শান্ত। সাথে দলে অলরাউন্ডার সাকিব আল হাসানের না থাকা নিয়েও অধিনায়কের কণ্ঠে আক্ষেপ ঝরেছে, ‘গত সিরিজে খুব একটা চেন্জ হয়নি। এখন সাকিব ভাই দলে নেই। দলের কম্বিনেশনে একটু এদিক–সেদিক করতেই হয়। উনি থাকলে দল করাটা অনেক সহজ হয়। আর এসব মাথায় রেখেই ব্যাটিং অর্ডার সাজানো হবে। তবে আশা করব ব্যাটিং অর্ডারে খুব বেশি একটা চেন্জ হবে না।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শান্তর চাওয়া হলো সবাইকে নিয়ে একটা দল হয়ে খেলা, ‘সবচেয়ে বড় বিষয় গুরুত্বপূর্ণ দল হিসেবে ভালো খেলা। নিউজিল্যান্ড সিরিজে সেটা আমরা করতে পেরেছি, সেখানে আমরা সব ম্যাচই জিততে চেয়েছি। বিশ্বকাপেও এটা দেখতে হবে দল হিসেবে আমরা মাঠে কতটা ভালো খেলছি, খারাপ সময়ে একজন আরেকজনকে কতটুকু সমর্থন করছি।’

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD