Logo

সাকিবের চোটে দলে ডাক পেলেন হাসান মাহমুদ

profile picture
জনবাণী ডেস্ক
১৮ মার্চ, ২০২৪, ০২:২৫
85Shares
সাকিবের চোটে দলে ডাক পেলেন হাসান মাহমুদ
ছবি: সংগৃহীত

এদিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে বিসিবি কর্তৃপক্ষ

বিজ্ঞাপন

শ্রীলঙ্কা সিরিজ থেকে চোটের কারণে ছিটকে গেছেন পেসার তানজিম হাসান সাকিব। এই ক্রিকেটারের পরিবর্তে পেসার হাসান মাহমুদকে শেষ ওয়ানডের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে।

চ্ট্টগ্রামে রবিবার (১৭ মার্চ) অনুশীলনের সময় হ্যামস্ট্রিংয়ে আগাত পেয়েছেন সাকিব। আর তাই হাসানকে দলে ডাকা হয়েছে। এদিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে বিসিবি কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তার চোট নিয়ে বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম বলেন, 'তানজিম সাকিব তার ডান পায়ে হ্যামস্ট্রিংয়ে আঘাত পেয়েছে। যে কারণে রবিবার অনুশীলন করতে পারেনি এবং আগামীকাল ম্যাচ খেলার জন্য যথেষ্ট ফিট না সে।'

এর আগে সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত বোলিং করেছিলেন তরুণ এই পেসার। প্রথম ওয়ানডেতে ৩ উইকেট শিকার করে দলের জয়ে বিশাল ভূমিকা ছিল তার। সবমিলিয়ে এই সিরিজে ২ ম্যাচ খেলে তুলে নিয়েছেন ৪ উইকেট।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সোমবার (১৮ মার্চ) সিরিজের শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ওয়ানডে সিরিজে ১-১ এ সমতা বিরাজ করছে। তাই শেষ ওয়ানডে ম্য্যাচটি দুই দলের জন্যই অঘোষিত ফাইনালে রুপ নিয়েছে।

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD