Logo

তামিমের কথায় চটেছেন বিসিবি বস

profile picture
জনবাণী ডেস্ক
২৬ মার্চ, ২০২৪, ০৭:২১
37Shares
তামিমের কথায় চটেছেন বিসিবি বস
ছবি: সংগৃহীত

তামিমের এমন মন্তব্যে বেজায় চটেছেন বিসিবি বস নাজমুল হাসান পাপন

বিজ্ঞাপন

লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন ওপেনার ব্যাটার তামিম ইকবাল। এতদিন ধরে ফিটনেস ইস্যু দেখিয়ে নিজেকে দলের বাইরে রাখলেও সম্প্রতি ম্যানেজমেন্ট ও দলের ভেতরের বিভিন্ন সমস্যা সামনে এনেছেন দেশসেরা এই ওপেনার। আর এসব কারণেই জাতীয় দলের জার্সিতে খেলছেন না বলেও জানিয়েছেন তিনি। তামিমের এমন মন্তব্যে বেজায় চটেছেন বিসিবি বস নাজমুল হাসান পাপন।

বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তামিমের খেলা, না খেলা নিয়ে কথা বলেন বোর্ড সভাপতি। পাপন বলেন, ‘সামনের বছর কী হবে সেটা তামিম ঠিক করলে তো আর হবে না। তখনকার পরিস্থিতির ওপর নির্ভর করে বোর্ড সিদ্ধান্ত গ্রহণ করবে।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সর্বশেষ বিপিএলে ত তার নেতৃত্বে ফরচুন বরিশাল শিরোপা জিতেছে। দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও ছিলেন দারুণ ফর্মে। আসরের সেরা রান সংগ্রাহকের পুরস্কার জেতার পাশাপাশি হয়েছিলেন টুর্নামেন্ট সেরা খেলোয়ার। এমন ইনফর্ম তামিমকেই জাতীয় দলে দেখতে চান নাজমুল হাসান পাপন।

তিনি আরও বলেন, ‘তামিমের বর্তমানে কোনো ইনজুরি নেই। বিপিএলে খেলার সময় দেখলাম কোনো ধরনের ইনজুরি নেই, আবার ডিপিএলেও সেদিন দেখলাম ইনজুরির কোনো সমস্যা নেই। এখনই তো সে সবচেয়ে ফিট রয়েছে। এখন না খেললে আগামী বছর কী হবে সেটা কেউ কি বলতে পারে? আমি তো মনে করি এখনই ওর খেলা উচিত। এরকম ফিট তামিমকে আমরা অনেক দিন ধরেই পাইনি। তামিম সবসময় জালাল ভাইয়ের সাথেই আগে যোগাযোগ করে। সেজন্য আমি বলেছি আপনারাই আগে বসেন ওর সাথে তারপর আমি বসব।

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD