Logo

রাজনীতির ময়দানে আসছেন সানিয়া মির্জা!

profile picture
জনবাণী ডেস্ক
২৯ মার্চ, ২০২৪, ০৬:১৭
65Shares
রাজনীতির ময়দানে আসছেন সানিয়া মির্জা!
ছবি: সংগৃহীত

সানিয়া মির্জাকে প্রার্থী করার কথা ভাবছে রাজনৈতিক দল কংগ্রেস

বিজ্ঞাপন

ভারতের হয়ে টেনিস বলে আলো ছড়ানো নাম সানিয়া মির্জা। একের পর এক শিরোপা জিতে ভারতকে বিশ্বের বুকে গর্বিত করেছেন তিনি। সম্প্রতি টেনিস ক্যারিয়ারের ইতি টেনেছেন এই তারকা। নতুন গুঞ্জন চাউর হয়েছে, টেনিসের কোট ছেড়ে এবার রাজনীতির মাঠে দেখা যেতে পারে সানিয়া মির্জাকে।

পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিকের সাথে বিবাহ বিচ্ছেদের পর থেকেই নতুন করে আলোচনায় এসেছেন তিনি। এবার তাকে ঘিরেই শুরু হয়েছে ভিন্ন জল্পনা। দেশটির সংবাদমাধ্যমের দাবি, ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে হায়দরাবাদ থেকে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) প্রধান আসাদুদ্দিন ওয়াইসির বিপক্ষে সানিয়া মির্জাকে প্রার্থী করার কথা ভাবছে রাজনৈতিক দল কংগ্রেস।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উল্লেখ্য, ১৯৮৪ সাল থেকে হায়দরাবাদ কেন্দ্রটি ওয়াইসিদের দখলে রয়েছে। বর্তমানে সেখানকার সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়াইসি। ইতোমধ্যেই ওই কেন্দ্রে প্রার্থী ঘোষণা করে দিয়েছে বিজেপি আর বিআরএস।

বুধবার (২৭ মার্চ) দেশটির চার রাজ্যে লোকসভা নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করতে বৈঠকে বসেছিলেন কংগ্রেস নেতৃবৃন্দরা। গোয়া, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ ও ঝাড়খন্ডের বেশ কয়েকটি আসনে প্রার্থী ঘোষণাও করেছে তারা। ইতোমধ্যেই জল্পনা চলছে, কংগ্রেস থেকে টেনিস তারকা সানিয়া মির্জাকে লোকসভা নির্বাচনের টিকিট দেওয়া হবে। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রাজনৈতিক দলটির নেতাদের মতে, সানিয়া মির্জার জনপ্রিয়তা ও তার তারকা ইমেজের দিকে নজর রেখেই এই সিদ্ধান্তে উপনিত হতে পারে কংগ্রেস। সর্বশেষ ১৯৮০ সালে হায়দরাবাদ কেন্দ্রে জিতেছিল ভারতের প্রাচীনতম এই দলটি। শোনা যাচ্ছে, এই টেনিস তারকার নাম প্রস্তাব করেছেন সাবেক ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক তথা কংগ্রেস নেতা মোহাম্মদ আজহারউদ্দিন। 

উল্লেখ্য, সম্প্রতি অনুষ্ঠিত তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে গেছেন সাবেক এই অধিনায়ক। এবার ভারতের সফলতম নারী টেনিস তারকার জনপ্রিয়তাকে ব্যবহার করে হায়দরাবাদে বাজিমাত করা যায় কি না, কংগ্রেস সেটি নিয়েই ভাবনাচিন্তা শুরু করেছে ইতোমধ্যে। 

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

রাজনীতির ময়দানে আসছেন সানিয়া মির্জা!