Logo

জিম্বাবুয়ে সিরিজে থাকছেন যে পাঁচ বাংলাদেশি আম্পায়ার

profile picture
জনবাণী ডেস্ক
২ মে, ২০২৪, ০৬:০৯
49Shares
জিম্বাবুয়ে সিরিজে থাকছেন যে পাঁচ বাংলাদেশি আম্পায়ার
ছবি: সংগৃহীত

পাঁচ ম্যাচেই ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন শ্রীলঙ্কার রঞ্জন মাদুগালে।

বিজ্ঞাপন

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের জন্য ইতিমধ্যে স্কোয়াড ও খেলার তারিখ এবং সময় নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুক্রবার (৩ মে) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গড়াবে বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের প্রথম তিন ম্যাচ অনুষ্ঠিত হবে এই স্টেডিয়ামে। সিরিজ খেলতে ইতিমধ্যে সিকান্দার রাজার দল পা রেখেছে বন্দর নগরীতে। সিরিজের জন্য দায়িত্বপ্রাপ্ত আম্পায়ার ও ম্যাচ অফিসিয়ালের নাম জানা গেল এবার।  

বুধবার (১ মে) বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের জন্য আম্পায়ার ও ম্যাচ অফিসিয়ালের তালিকা প্রকাশ করেছে বিসিবি। সিরিজে আম্পায়ারের দায়িত্বপ্রাপ্তদের মধ্যে আছেন আইসিসির এলিট প্যানেলভুক্ত একমাত্র বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহিদ সৈকত।

বিজ্ঞাপন

এই সিরিজে অন-ফিল্ড আম্পায়ার, টিভি আম্পায়ার ও চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন পাঁচজন বাংলাদেশি আম্পায়ার। এছাড়া সিরিজের পাঁচ ম্যাচেই ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন শ্রীলঙ্কার রঞ্জন মাদুগালে।

বিজ্ঞাপন

সিরিজের চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে মাসুদুর রহমান মুকুল থাকবেন অন-ফিল্ড আম্পায়ার হিসেবে। তার সঙ্গী হবেন তানভীর আহমেদ। এই ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে থাকছেন শরফুদ্দৌলা সৈকত। আর চতুর্থ আম্পায়ার মোহাম্মদ মোর্শেদ আলী খান।

বিজ্ঞাপন

চট্টগ্রাম ও ঢাকা পর্ব মিলিয়ে সিরিজের বাকি চার ম্যাচেই অন-ফিল্ড আম্পায়ারের ভূমিকায় থাকবেন সৈকত। চট্টগ্রাম পর্বের বাকি দুই ম্যাচে তার সঙ্গী যথাক্রমে মুকুল ও মোর্শেদ। এই দুই ম্যাচের প্রথমটিতে টিভি আম্পায়ারের দায়িত্বে থাকবেন মোর্শেদ এবং পরেরটিতে মুকুল। আর দুই ম্যাচেই তানভীর থাকবেন চতুর্থ আম্পায়ার হিসেবে।

বিজ্ঞাপন

ঢাকা পর্বে প্রথম ম্যাচে সৈকতের সঙ্গী হিসেবে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে থাকছেন গাজী সোহেল। এই ম্যাচের টিভি আম্পায়ার তানভীর এবং চতুর্থ আম্পায়ার মুকুল।

বিজ্ঞাপন

সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে তানভীর অন-ফিল্ড আম্পায়ার হিসেবে সঙ্গী হবেন সৈকতের। এছাড়া টিভি আম্পায়ার হিসেবে থাকবেন গাজী সোহেল এবং চতুর্থ আম্পায়ার মুকুল।

আগামী ৩ মে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। চট্টগ্রামে বাকি দুই ম্যাচ ৫ ও ৭ মে। সিরিজের শেষ দুই ম্যাচের ভেন্যু মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। ১০ মে ও ১২ মে এই দুই ম্যাচ অনুষ্ঠিত হবে। 

বিজ্ঞাপন

জেবি/আজুবা

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD