Logo

মুস্তাফিজ থেকে ‘ফিজ’ নামের রহস্য জানালেন নিজেই

profile picture
জনবাণী ডেস্ক
২০ মে, ২০২৪, ২৪:১৫
74Shares
মুস্তাফিজ থেকে ‘ফিজ’ নামের রহস্য জানালেন নিজেই
ছবি: সংগৃহীত

‘দেশের হয়ে খেলা তো গৌরবের বিষয়। দেশের পতাকা যেখানে থাকে

বিজ্ঞাপন

বাংলাদেশের ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান। তবে, তিনি বেশি পরিচিত কাটার মাস্টার মুস্তাফিজুর নামে। কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের বোলিংয়ের তেজ হয়তো ক্যারিয়ারের প্রথম দিকের মতো নেই, তবে ঠিকই তিনি এখনও টি-টোয়েন্টিতে ডেথ ওভারের জন্য অভিজ্ঞ পেসার। যা সবশেষ টি-টোয়েন্টির মেগা আসর  আইপিএলেও দেখিয়েছেন তিনি। এরপর ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষের শেষ সিরিজে সেই ফর্ম টেনে আনেন মুস্তাফিজ। ভালোবেসে ড্রেসিং রুম থেকে শুরু করে ভক্তরা সবাই তাকে ‘ফিজ’ নামে ডাকেন। তবে এই নামটি কিভাবে এলো? সেটা হয়তো কারোরই জানা ছিল না। এবার সেটাই জানালেন ২৮ বছর বয়সী এই বাঁ-হাতি পেসার।

বিজ্ঞাপন

বিশ্বকাপ উপলক্ষ্যে বাংলাদেশের ক্রিকেটারদের লক্ষ্য ও ব্যক্তিগত বিভিন্ন বিষয়ে পর্যায়ক্রমে সাক্ষাৎকার প্রকাশ করে আসছে বিসিবি। পূর্বে ধারণকৃত মুস্তাফিজের সাক্ষাৎকারটি বোর্ডের অফিসিয়াল ফেসবুক পেজে রোববার (১৯ মে) প্রকাশ করা হয়েছে। সেখানে শুরুতে এই পেসার বলেন, ‘দেশের হয়ে খেলা তো গৌরবের বিষয়। দেশের পতাকা যেখানে থাকে, সেখানে যে কারোরই খেলতে পারা ভালো লাগবেই স্বাভাবিক। আমি সবসময় উপভোগ করি দেশের হয়ে খেলাটা। আরও ভালো লাগার বিষয় হলো টি-টোয়েন্টি। কারণ এই ফরম্যাটটা বেশ প্রেশারের, এই কারণে ভালো লাগে আমার। প্রেশারটা অনেক এনজয় করি।’

বিজ্ঞাপন

এরপরই নিজের সংক্ষিপ্ত ‘ফিজ’ নামটি কিভাবে এলো সেটা জানান তিনি। মুস্তাফিজ বলেন ‘আমাদের যে বোর্ডটা আছে ফিল্ডিং সেশন বা বোলিং সেশনে সবার নাম থাকে যেখানে, সেখানে আমার নাম পুরোটা লিখলে অনেক বড় হয়ে যায়। এজন্য দেখি ফিজ দিয়ে (লেখা), প্রথমদিন আমি বুঝিনি যে এটা কে। পরে বলছে এটা তুমি। তারপর আমি আইপিএলে খেলতে গেছিলাম ২০১৬ -তে, ওখানেও ফিজটা পপুলার হয়ে গিয়েছিল। তারপর থেকে চলতেছে....।’

বিজ্ঞাপন

মুস্তাফিজ এখন পর্যন্ত লাল-সবুজ জার্সিতে খেলেছেন ৯৩টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ। যেখানে ৭.৫৭ ইকোনমিতে ১১০ উইকেট নিয়েছেন এই কাটার মাস্টার। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদদের সঙ্গে বাংলাদেশের বোলিং বিভাগে ভালো পারফরম্যান্স উপহার দিতে ভূমিকা রাখতে হবে ফিজকেও। আগামী ২ জুন থেকে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে। বাংলাদেশের মিশন শুরু হবে ৮ জুন, শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে।

বিজ্ঞাপন

জেবি/আজুবা

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD