Logo

আইপিএলে প্লে-অফের চূড়ান্ত সূচি দেখে নিন

profile picture
জনবাণী ডেস্ক
২০ মে, ২০২৪, ২৩:৫৫
59Shares
আইপিএলে প্লে-অফের চূড়ান্ত সূচি দেখে নিন
ছবি: সংগৃহীত

পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে।

বিজ্ঞাপন

বিশ্বের টি-টোয়েন্টি লীগের সবচেয়ে বড় আসর বলা চলে আইপিএলকে। বিভিন্ন দেশের সব নামি-দামি ক্রিকেটার অংশগ্রহণ করেন এই টুর্নামেন্টে। এবারের আসরে কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদের পর চতুর্থ দল হিসেবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু একদিন আগেই প্লে-অফ নিশ্চিত করেছিল। 

বিজ্ঞাপন

আইপিএলে প্লে-অফের নিয়ম অনুযায়ী, পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে। এই ম্যাচে জয়ী দল সরাসরি ফাইনালে পা রাখবে। এই ম্যাচে পরাজিত দলের সামনে আরেকটি সুযোগ থাকবে।

বিজ্ঞাপন

এলিমিনেটর ম্যাচে তৃতীয় ও চতুর্থ দলের খেলায় জয়ী দলের বিপক্ষে খেলবে প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া দল। এরপর দ্বিতীয় কোয়ালিফায়ারে তাদের মধ্যে যে দল জিতবে তারা ফাইনাল খেলবে প্রথম কোয়ালিফায়ারে জেতা দলের সঙ্গে।

বিজ্ঞাপন

প্রথম কোয়ালিফায়ার : কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ, ২১ মে (মঙ্গলবার), নরেন্দ্র মোদি স্টেডিয়াম, আহমেদাবাদ, বাংলাদেশ সময় রাত ৮টা।

বিজ্ঞাপন

এলিমিনেটর : রাজস্থান রয়্যালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, ২২ মে (বুধবার), নরেন্দ্র মোদি স্টেডিয়াম, আহমেদাবাদ, বাংলাদেশ সময় রাত ৮টা।

দ্বিতীয় কোয়ালিফায়ার : প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দল বনাম এলিমিনেটরের জয়ী দল, ২৪ মে (শুক্রবার), এমএ চিদম্বরম স্টেডিয়াম (চিপক), চেন্নাই,  বাংলাদেশ সময় রাত ৮টা।

বিজ্ঞাপন

ফাইনাল : প্রথম কোয়ালিফায়ারের জয়ী বনাম দ্বিতীয় কোয়ালিফায়ারের জয়ী, ২৬ মে (রোববার), এমএ চিদম্বরম স্টেডিয়াম (চিপক), চেন্নাই, বাংলাদেশ সময় রাত ৮টা।

বিজ্ঞাপন

জেবি/আজুবা

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD