Logo

বিশ্বকাপ জিতেই শীর্ষে হার্দিক, সাকিব কোথায়?

profile picture
জনবাণী ডেস্ক
৪ জুলাই, ২০২৪, ০৪:০৪
42Shares
বিশ্বকাপ জিতেই শীর্ষে হার্দিক, সাকিব কোথায়?
ছবি: সংগৃহীত

যেখানে তার সঙ্গে যৌথভাবে আছেন শ্রীলঙ্কার অধিনায়ক হাসারাঙ্গা। অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে সাকিব আল হাসানেরও।

বিজ্ঞাপন

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের অন্যতম ক্রিকেটার হার্দিক পান্ডিয়া। এবারের বিশ্বকাপে ব্যাটে -বলে দারুণ ছন্দে ছিলেন এই অলরাউন্ডার। ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়ার মতো বোলিং করেছিলেন তিনি। এমন পারফরম্যান্সের পর আইসিসির অলরাউন্ডারদের তালিকায় উন্নতি হয়েছে হার্দিকের। ওয়ানিন্দু হাসারাঙ্গার সঙ্গে যৌথভাবে উঠে এসেছেন সবার উপরে।

বিজ্ঞাপন

আইপিএলে ভালো করতে না পারলেও বিশ্বকাপে শুরু থেকেই পারফর্ম করেছেন হার্দিক। লোয়ার অর্ডারে ১৫০ এর বেশি স্ট্রাইক রেটে ১৪৪ রান করেছেন তিনি। বল হাতে ভারতের এই অলরাউন্ডার নিয়েছেন ১১ উইকেট। ফাইনালে দক্ষিণ আফ্রিকার সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ পারফরম্যান্স করেছেন তিনি। বিশ্বকাপ জিতে তাই উঠে এসেছেন অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে সবার উপরে।

বিজ্ঞাপন

যেখানে তার সঙ্গে যৌথভাবে আছেন শ্রীলঙ্কার অধিনায়ক হাসারাঙ্গা। অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে সাকিব আল হাসানেরও। এক যুগের মাঝে গত সপ্তাহে প্রথমবার সেরা পাঁচের বাইরে গিয়েছিলেন সাকিব। তবে কদিন পরই এক ধাপ এগিয়ে এসে জায়গা করে নিয়েছেন পাঁচে।

বিজ্ঞাপন

এক ধাপ করে উন্নতি হয়েছে অস্ট্রেলিয়ার মার্কাস স্টইনিস, জিম্বাবুয়ের সিকান্দার রাজা ও ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন। সবচেয়ে বেশি অবনতি হয়েছে মোহাম্মদ নবির। আফগানিস্তানের এই অলরাউন্ডার চার ধাপ পিছিয়ে সেরা পাঁচের বাইরে চলে গেছেন। টি-টোয়েন্টির বোলারদের র‌্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা দ্বিতীয় স্থানে উঠে এসেছেন অ্যানরিখ নরকিয়া।

বিজ্ঞাপন

১৫ উইকেট নিয়ে বিশ্বকাপের সেরা খেলোয়াড় হওয়া জসপ্রিত বুমরাহ এগিয়েছেন ১২ ধাপ। যদিও সেরা দশে জায়গা করে নিতে পারেননি তিনি। তবে ২০২০ সালের পর নিজের সেরা অবস্থানে উঠে এসেছেন ভারতের এই পেসার। তিন ধাপ এগিয়ে যৌথভাবে আটে আছেন কুলদীপ যাদব।

জেবি/আজুবা

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD