Logo

দেশ ছাড়ার আগে অবসর নিয়ে যা বললেন সাকিব

profile picture
জনবাণী ডেস্ক
৩ জুলাই, ২০২৪, ০৬:১৮
64Shares
দেশ ছাড়ার আগে অবসর নিয়ে যা বললেন সাকিব
ছবি: সংগৃহীত

ব্যাটিংয়ের সময় স্পষ্ট ছিল সাকিবের চোখের সমস্যাও। এ অবস্থায় অনেকেই সাকিবের ক্যারিয়ারের শেষ

বিজ্ঞাপন

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটে-বলে খুব একটা ভালো করতে পারেননি সাকিব আল হাসান। নেদারল্যান্ডসের বিপক্ষে হাফ সেঞ্চুরি ছাড়া আর কোনো ম্যাচেই ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি তিনি। ৭ ম্যাচে করেছেন ১১১ করেন। বোলিংয়েও বেশির ভাগ ম্যাচেই নিজের কোটা পূরণ করতে পারেননি।  

বিজ্ঞাপন

ব্যাটিংয়ের সময় স্পষ্ট ছিল সাকিবের চোখের সমস্যাও। এ অবস্থায় অনেকেই সাকিবের ক্যারিয়ারের শেষ দেখে ফেলছেন।  দুই বছর পর পরের টি-টোয়েন্টি বিশ্বকাপ। যুক্তরাষ্ট্রে মেজর লিগ ক্রিকেট খেলতে যাওয়ার আগে গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন তিনি।

বিজ্ঞাপন

সাকিবের নিজের ক্যারিয়ার নিয়ে পরিকল্পনা কী? উত্তরে সাকিব বলেন, ‘নিজেকে নিয়ে তেমন পরিকল্পনা নাই। আপাতত পরিকল্পনা হচ্ছে যে দুইটা টি-টোয়েন্টি টুর্নামেন্ট আছে আমার সামনে। একটা হচ্ছে এমএলসি, যেটার জন্য এখন যাচ্ছি। এরপরই থাকবে গ্লোবাল টি-টোয়েন্টি লিগ, যেটা কানাডাতে। পরপর এই দুইটা টুর্নামেন্ট খেলি, এরপর দেখি নিজের কী অবস্থা। ’

বিজ্ঞাপন

‘এরপর তো দেশের জন্য তো আন্তর্জাতিক ক্রিকেট যেটা আছে পাকিস্তানের সঙ্গে টেস্ট সিরিজ। আপাতত পরিকল্পনা এতটুকুই। খুব বেশি আসলে পরিকল্পনা করিনি। নিজের বোঝার দরকার আছে। এবং এখন আসলে ওরকম সময় নেই তিন বছর, চার বছর পরিকল্পনা করার। আমার মনে হয় তিন মাস, ছয় মাস পরিকল্পনা করাটাই ভালো। আপাতত পাকিস্তান সিরিজ পর্যন্ত পরিকল্পনা আছে।’ 

বিজ্ঞাপন

জেবি/আজুবা

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD