Logo

বাবর আজমকে ‘কাপুরুষ’ বললেন বিয়ের পরামর্শ দেওয়া বাসিত

profile picture
জনবাণী ডেস্ক
১৫ সেপ্টেম্বর, ২০২৪, ২৪:১৭
64Shares
বাবর আজমকে ‘কাপুরুষ’ বললেন বিয়ের পরামর্শ দেওয়া বাসিত
ছবি: সংগৃহীত

আর এবার এই ক্রিকেটারকে বাবরকে ‘কাপুরুষ’ হিসেবে সম্বোধন করলেন

বিজ্ঞাপন

পাকিস্তানের সাদা বলের অধিনায়ক বাবর আজমকে ফর্মে ফেরাতে কয়দিন আগেই বিয়ের পরামর্শ দিয়েছিলেন দেশটির সাবেক ক্রিকেটার বাসিত আলী। আর এবার এই ক্রিকেটারকে বাবরকে ‘কাপুরুষ’ হিসেবে সম্বোধন করলেন! পাকিস্তানের ঘরোয়া আসর চ্যাম্পিয়ন্স কাপে বাবরকে নেতৃত্ব না দেওয়ার ইস্যুতেই এই মন্তব্য করেছেন তিনি। 

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের পর পাকিস্তানের ক্রিকেটাররা এখন ব্যস্ত চ্যাম্পিয়ন্স কাপে। পাঁচ দলের এই টুর্নামেন্টে স্ট্যালিয়ন্সের দলনেতা করা হয়েছে মোহাম্মদ হারিসকে। একই দলের হয়ে খেলছেন ব্যাটার বাবর আজম। বাবরকে অধিনায়কত্ব না দেয়ায় বেশ চঠেছেন বাসিত।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেছেন, ‘বাবর আজমের জন্য আমার একটাই আফসোস। সেটি হলো, সবাই অধিনায়ক হয়ে গেছে। কিন্তু শোয়েব মালিক তাকে (বাবর) ক্যাপ্টেন করেননি। তার পরিবর্তে হারিসের হাতে নেতৃত্বের ভার দিয়েছেন। বাবর আজমের পকেট থেকে আপনি ১০টা হারিস বের করতে পারবেন।’ 

ঘরোয়া টুর্নামেন্টে বাবরের নেতৃত্ব না পাওয়া তার জন্য বড় অপমানজনক বল মনে করেন সাবেক এই ক্রিকেটার। অধিনায়কত্ব না পাওয়ার পরও খেলা চালিয়ে যাওয়ায় বাবরকে কাপুরুষ বলেছেন বাসিত আলী, ‘এটা তার (বাবর) জন্য অনেক বড় ধরনের অপমান। আর বাবরও কাপুরুষ। উমর আকমল বা আহমেদ শেহজাদ যেভাবে খেলতে অস্বীকৃতি জানিয়েছিলেন, তারও (বাবর) এমনটা করাই উচিত ছিল বলে মনে তিনি।’

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD