Logo

বিরাট আমি তোমাকে ক্রিকেট খেলায় হারিয়ে দেব: আনুশকা শর্মা

profile picture
জনবাণী ডেস্ক
৩ অক্টোবর, ২০২৪, ০৬:২২
51Shares
বিরাট আমি তোমাকে ক্রিকেট খেলায় হারিয়ে দেব: আনুশকা শর্মা
ছবি: সংগৃহীত

বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মার ক্রিকেট খেলার মিষ্টি ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়

বিজ্ঞাপন

ক্রিকেট মাঠের কিং তিনি। কঠিন পরিস্থিতিতে দুরন্ত ব্যাটিং করে দলকে বাঁচান। কিন্তু স্ত্রীর আগুনে বোলিং সামলাতে নাস্তানাবুদ হলেন। বারবার আউট হয়ে এতটাই রেগে গেলেন যে খেলা থামিয়ে সোজা হাঁটা দিলেন বাইরের দিকে। বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মার ক্রিকেট খেলার মিষ্টি ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

হ্যাঁ, বিরাটকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন স্ত্রী আনুশকা শর্মা। আনুশকার তৈরি নিয়মে গলি ক্রিকেট খেলতে একপ্রকার বাধ্য হয়েছেন এই তারকা। তবে পুরো ব্যাপারটাই একটি বিজ্ঞাপনের প্রচারের জন্য। 

বিজ্ঞাপন

যেই বিজ্ঞাপনের ভিডিওর শুরুতে দেখা যায়, গলি ক্রিকেটের উদ্ভট সব নিয়ম তৈরি করছেন আনুশকা। কারণ সরাসরি তিনি স্বামীকে চ্যালেঞ্জ করে বলেছেন, ‘বিরাট আমার মনে হয় তোমাকে আমি ক্রিকেট খেলায় হারিয়ে দেব’। 

বিজ্ঞাপন

বউয়ের মুখে একের পর এক অযৌক্তিক নিয়মের তালিকা শুনে অনেকটা ভরকে যান বিরাট। তবুও খেলতে রাজি হন। 

বিজ্ঞাপন

আনুশকার তৈরি করা নিয়মগুলো ছিল- শরীরে বল লাগলেই আউট, তিনবার বল মিস হলে আউট, যার ব্যাট সে আগে ব্যাট করবে, যে ছক্কা মারবে সে বল কুড়িয়ে আনবে। 

বিজ্ঞাপন

ক্রিকেট খেলায় আনুশকা তাকে হারাতে কোনোদিনই সক্ষম হবেন না, এটা নিশ্চিত কোহলি। তাই সব শর্ত মেনে নেন। তাতেও বাধে বিপত্তি। প্রথম বলেই আউট হন আনুশকা! কিন্তু নিয়ম যে তৈরি করেছেন অভিনেত্রী নিজেই। আউট হয়েও বললেন, প্রথম বলটা তো ট্রায়াল। 

বিজ্ঞাপন

এরপরেও আনুশকার দাবি মেনে নিচ্ছিলেন ক্রিকেটার স্বামী। তবুও বিভিন্নভাবে বিরাটকে হারানোর চেষ্টা করে যান আনুশকা। শেষে বিরক্ত হয়ে ম্যাচ না খেলেই উঠে যান কোহলি। 

বিজ্ঞাপন

ভারতের তারকা এই দম্পতির মজার এই ভিডিও ভক্তরাও বেশ উপভোগ করেছেন। কেউ লিখেছেন, ‘পুরুষ কেবল নিজের পছন্দের নারীর কাছেই হার স্বীকার করে’। আরেকজন মন্তব্য, ‘ভাই, আপনি আপনার স্ত্রীর বিরুদ্ধে জিততে পারবেন না, চেষ্টা করাটাও বৃথা মাত্র'। 

আনুশকাকে পরবর্তী স্পোর্টস বায়োপিক ফিল্ম চাকদা এক্সপ্রেসে দেখা যাবে। যেই চলচ্চিত্রটি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ঝুলন গোস্বামীর জীবন অবলম্বনে নির্মিত। এই ক্রিকেটারের চরিত্রেই পর্দায় অভিনয় করবেন আনুশকা শর্মা। 

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD