কোয়ালিফায়ারে টস জিতে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠাল চট্টগ্রাম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম কোয়ালিফায়ার ম্যাচে টসের ভাগ্য গিয়েছে চট্টগ্রাম রয়্যালসের পক্ষে। টস জিতে প্রতিপক্ষ রাজশাহী ওয়ারিয়র্সকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেন চট্টগ্রামের অধিনায়ক শেখ মেহেদী হাসান। এর ফলে ম্যাচের শুরুতেই ব্যাট হাতে নামছে রাজশাহী।
বিজ্ঞাপন
চলতি আসরে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। লিগ পর্বে ১০ ম্যাচের মধ্যে ৮টিতে জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই কোয়ালিফায়ার নিশ্চিত করে তারা। তাদের সংগ্রহ ছিল ১৬ পয়েন্ট। অন্যদিকে, নিয়মিত পারফরম্যান্সে টেবিলের দ্বিতীয় স্থানে থেকে শেষ চারে জায়গা করে নেয় চট্টগ্রাম রয়্যালস। ৭ ম্যাচে জয় পেয়ে তাদের পয়েন্ট দাঁড়ায় ১৪।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে দুই দলই নামিয়েছে শক্তিশালী একাদশ।
বিজ্ঞাপন
রাজশাহী ওয়ারিয়র্সের একাদশ: সাহিবজাদা ফারহান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, জিমি নিশাম, আকবর আলি, রায়ান বার্ল, আব্দুল গাফফার সাকলাইন, হাসান মুরাদ, রিপন মণ্ডল ও বিনুরা ফার্নান্দো।
চট্টগ্রাম রয়্যালসের একাদশ: মোহাম্মদ নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, মির্জা বেগ, হাসান নেওয়াজ, শেখ মেহেদী হাসান, আসিফ আলি, আমির জামাল, তানভীর ইসলাম, শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম ও জাহিদুজ্জামান।
এখন দেখার বিষয়, টপ অর্ডারের শক্ত ব্যাটিং লাইনআপ নিয়ে নামা রাজশাহী বড় সংগ্রহ গড়তে পারে কি না, নাকি চট্টগ্রামের বোলাররা শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের করে নেয়।








