Logo

শান্তর অধিনায়কত্ব কেন কঠিন হচ্ছে, জানাল ফাহিম

profile picture
জনবাণী ডেস্ক
২৭ অক্টোবর, ২০২৪, ০৬:৫৪
60Shares
শান্তর অধিনায়কত্ব কেন কঠিন হচ্ছে, জানাল ফাহিম
ছবি: সংগৃহীত

এরই মাঝে তার অধিনায়কত্ব ছাড়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছে সর্বত্র

বিজ্ঞাপন

নাজমুল হোসেন শান্তর গত কয়েকমাস ধরে ব্যাটিংয়ের ফর্মটা মোটেই ভালো যাচ্ছে না। ব্যাট হাতে অধারাবাহিতকার পাশাপাশি ভারত সফরে দলের বাজে পারফরম্যান্স আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টে হারের কারণে কাঠগড়ায় অধিনায়ক শান্ত। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জেতার দেড় মাসের মাথায় মুদ্রার বিপরীত পিঠ দেখে ফেলেছেন বাংলাদেশ ক্রিকেটের তিন ফরম্যাটের দলনেতা। 

বিশেষত এই সময়ে ব্যক্তিগতভাবে ব্যাটিংয়েও তিনি ব্যর্থ। এরই মাঝে তার অধিনায়কত্ব ছাড়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছে সর্বত্র। ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক ফর্ম আর বিভিন্নবিধ সমালোচনায় এমন সিদ্ধান্ত নিয়েছেন শান্ত। তবে টাইগার এই ব্যাটারের জন্য অধিনায়কত্ব কঠিন সেটা মেনে নিয়েছেন বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিম নিজেও। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শনিবার (২৬ অক্টোবর) সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি পরিচালক ফাহিম বলেন, ‘এত প্রতিভাবান একজন খেলোয়াড়, সম্প্রতি ভালো খেলেছে, দুর্দান্ত একজন ব্যাটার সে। সে আমাদের কারণেই ক্যাপ্টেন্সিটা ঠিকঠাক করতে পারছে না। আমাদের মতো একটা দেশের ক্যাপ্টেন হওয়া মানে সবসময় অনেক চাপে থাকতে হবে, সবসময় ভালো পারফরম্যান্স হবে না। আমরা যে পরিমাণ সমালোচনা করি, তার জন্য কঠিন হয়ে যাচ্ছে।’  

সমালোচনার কারণেই শান্ত পারফর্ম করতে পারছেন না দাবি করে বিসিবি পরিচালক ফাহিম বলেন, ‘তার ভালো না খেলার কারণও হয়ত সেটা। ওকে সাপোর্ট দেওয়া, পাশে থাকার খুব প্রয়োজন ছিল। মনে রাখা উচিৎ ও বাংলাদেশ দলের ক্যাপ্টেন, দলটা খুবই অধারাবাহিক। ও নিজেই খুবই তরুণ একজন প্রতিভাবান খেলোয়াড়। আরেকটু সহানুভূতিশীল হওয়া প্রয়োজন ছিল।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শান্ত অধিনায়ক না থাকলে কাকে দায়িত্ব দেওয়া হবে ফাহিম বলেন, ‘ও যদি না থাকতে চায় কারও না কারও কাছে যেতে হবে আমাদের। তাকেও একই জিনিসের মুখোমুখি হতে হবে। আমাদের উচিৎ হবে অধিনায়ক যেই হোক, আমরা যেন তার পাশে থাকি সবসময়। হুট করে ওয়াহ, মাদুগলে, ইমরান, ধোনি হওয়া যায় না। সময় দিতে হবে। আমাদের সংস্কৃতিতে অধিনায়ক গড়ে ওঠে না। এত চাপ তৈরি করা অনুচিত।’ 

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD