Logo

টি-টোয়েন্টির অধিনায়কত্ব প্রসঙ্গে যা বললেন তাওহীদ হৃদয়

profile picture
জনবাণী ডেস্ক
৩ নভেম্বর, ২০২৪, ০৫:৩৯
68Shares
টি-টোয়েন্টির অধিনায়কত্ব প্রসঙ্গে যা বললেন তাওহীদ হৃদয়
ছবি: সংগৃহীত

আজ সন্ধ্যা ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন

বিজ্ঞাপন

দক্ষিণ আফ্রিকা সিরিজের মাঝেই জানা গিয়েছিল অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াতে চাচ্ছেন নাজমুল হাসান শান্ত। এরপরই  টি-টোয়েন্টি দলের সম্ভাব্য অধিনায়ক হিসেবে তাওহীদ হৃদয়ের নাম বেশি শোনা যাচ্ছিল। তবে শান্তকে অধিনায়ক করেই আফগানিস্তান সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার (২ নভেম্বর) প্রথম ভাগের ক্রিকেটাররা আজ সন্ধ্যা ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন। যেখানে তাওহীদ হৃদয়ও রয়েছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিমানবন্দরে যাওয়ার আগে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি ভবনের সামনে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন এই তরুণ ব্যাটার। সেখানে টি-টোয়েন্টি নেতৃত্ব নিয়ে প্রশ্নের মুখোমুখি হন তিনি।

হৃদয় বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত দেবে বিসিবি। আমার হাতে কিছু নেই। আমি মনে করি, এটা শুধু আমার বা এক-দুজন দিয়ে হবে না। এটা বিসিবি বা যারা দায়িত্বে আছেন, তারা ভালো জানবেন। আমার যেটা মনে হয়, দলের ভালোর জন্য যার কাছে (অধিনায়কত্ব) যাওয়া উচিত, তাকেই দেওয়া উচিত। আর যার কাছেই যাবে, তার জন্য শুভকামনা রইলো।

বিজ্ঞাপন

এই মুহূর্তে দলনেতার দায়িত্ব নিতে প্রস্তুত কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি এই ব্যাপারটা নিয়ে এখন কোনো রকম কথা বলতে চাইছি না। সামনে যেহেতু আমাদের একটা খেলা আছে, এই দিকেই ফোকাস দিতে চাচ্ছি।

বিজ্ঞাপন

বাংলাদেশ দল আফগানিস্তান সিরিজ দিয়ে আট মাস পর ওয়ানডে ক্রিকেটে ফিরছে। এই সিরিজ দিয়ে আগামী ফেব্রুয়ারি মাসে পাকিস্তানে শুরু হতে যাওয়া আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি শুরু করবে লাল-সবুজের প্রতিনিধিরা।

বিজ্ঞাপন

এ বিষয়ে হৃদয়ের ভাষ্য, আশা করি, ভালোভাবে শুরু করতে পারব। বরাবরই এই সংস্করণে আমরা ভালো খেলে থাকি। এবারও অবশ্যই ভালোভাবে শুরু করতে চাই। আমাদের যে সামর্থ্য আছে, সে অনুযায়ী যদি খেলতে পারি, ভালো কিছু হবে, ইনশাআল্লাহ।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD