Logo

ব্যাটিং বিপর্যয়ে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করা হলো না টাইগারদের

profile picture
জনবাণী ডেস্ক
২৫ জুলাই, ২০২৫, ০৮:০৭
39Shares
ব্যাটিং বিপর্যয়ে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করা হলো না টাইগারদের
ছবি: সংগৃহীত

৩৫ রানে অপরাজিত থাকেন মোহাম্মদ সাইফউদ্দিন

বিজ্ঞাপন

হোয়াইট ওয়াশ করার লক্ষ্য নিয়ে খেলতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় স্বাগতিক বাংলাদেশ। এই চাপ কাটিয়ে সামনে এগিয়ে যাওয়া তো দূরের কথা পরপর উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় টাইগাররা। ফলে হোয়াইট ওয়াশ করার প্রতিশোধ নিতে ব্যর্থ হয় লিটনরা আর এই ম্যাচ জিতে হোয়াইট ওয়াশ হওয়া থেকে নিজেদের সম্মান বাঁচায় সফরকারী পাকিস্তান। 

রান তাড়া করতে মাঠে নেমে শুরু থেকেই পাকিস্তানের বোলারদের তোপের মুখে পড়ে লিটনরা। দলের খাতায় কোনো রান যোগ করার আগেই সালমান মির্জার বলে কট বিহাইন্ড হন ওপেনার তানজিদ হাসান তামিম। পরের ওভারে ফাহিম আশরাফের বলে ক্লিন বোল্ড হন অধিনায়ক লিটন দাস। ৮ বলে ৮ রান করেন তিনি। পাওয়ার প্লে-র মধ্যে আরও ৩ উইকেট হারিয়ে ম্যাচ থেকেই ছিটকে যায় স্বাগতিকরা। ৮ বলে ৯রান করে মেহেদী হাসান মিরাজ, ২ বলে ১ রান করেন জাকের আলী আর শূন্য রানে সাজঘরে ফিরেন শেখ মেহেদী। 

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

বিপর্যয়ের সময় হাল ধরতে ব্যর্থ হন শামীম হোসেন ও মোহাম্মদ নাঈম। ৫ বলে ৫ রান করে সালমান আলীর বলে ইনসাইড এজ হয়ে শামীম বোল্ড হন। অন্যদিকে ওপেনিংয়ে নামা নাঈম ১৭ বলে ১০ রান করে সাজঘরের পথ ধরেন। তাতে ৪১ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে হার নিশ্চিত করে ফেলে লিটনরা। শেষ পর্যন্ত ৩৪ বলে ২ ছক্কা ও ২ চারের মারে ৩৫ রানে অপরাজিত থাকেন মোহাম্মদ সাইফউদ্দিন। তার ইনিংসে কমে হারের ব্যবধান। ১৯ রান খরচায় পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন সালমান। ২টি করে উইকেট নিয়েছেন ফাহিম আশরাফ ও মোহাম্মদ নাওয়াজ। 

এর আগে, মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় খেলা  শুরু হয়। টস জিতে আগে বোলিং নেন বাংলাদেশ অধিনায়ক। গত ম্যাচের একাদশ থেকে বাংলাদেশ দলে আসে পাঁচটি পরিবর্তন। আগে ব্যাটিংয়ে নেমে দুই পাক ব্যাটার ভালো শুরু করেন। দুই ওপেনারের ব্যাটে ভর করে বিনা উইকেটে দলীয় ৫০ রান করে সালমান আগার দল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৬ ওভারে বিনা উইকেটে ৫০ রান করে সফরকারীরা। শাহিবজাদা ও সাইম আইয়ুব দলকে বড় স্কোরের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। এমন সময় নাসুমের বলে সাজঘরে ফিরেন সাইম আইয়ুব। সাজঘরে ফেরার আগে ২১ রান করেন তিনি।  সাইম আউট হলেও অন্য ওপেনিংয়ে নেমে হাফ সেঞ্চুরি তুলে নেন শাহিবজাদা। কিন্তু এই পাক ওপেনারকেও বেশি দূর যেতে দেননি টাইগার স্পিনার নাসুম আহমেদ। নাসুমের বলে ৪১ বল খেলে ৬৩ রান করেন তিনি। তার ইনিংসে ৫টি ছয় ও ৬টি চারের মার ছিলো।

এছাড়া মোহাম্মদ হারিস ৫, হাসান নাওয়াজ ৩৩, সালমান আগা ১২ ও মোহাম্মদ নাওয়াজ ৩০ রান করেন। বাংলাদেশের বোলারদের মধ্যে তাসকিন ৩উইকেট ও নাসুম ২ উইকেট এবং শরিফুল ও সাইফউদ্দিন ১টি করে উইকেট তুলে নেন।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD