Logo

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

profile picture
ক্রীড়া প্রতিবেদক
৬ অক্টোবর, ২০২৫, ২০:০৭
16Shares
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল
আমিনুল ইসলাম বুলবুল | ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। একইভাবে সহসভাপতির দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন।

বিজ্ঞাপন

সোমবার (৬ অক্টোবর) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিসিবির পরিচালনা পর্ষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে এনএসসি কোটাসহ তিনটি ক্যাটাগরি থেকে মোট ২৩ জন পরিচালক নির্বাচিত হন।

গঠনতন্ত্র অনুযায়ী, এনএসসি কোটায় ২ জন, জেলা ও বিভাগ (ক্যাটাগরি–১) থেকে ১০ জন, ক্লাব (ক্যাটাগরি–২) থেকে ১২ জন এবং সাবেক ক্রিকেটার ও স্বায়ত্তশাসিত সংস্থা (ক্যাটাগরি–৩) থেকে ১ জন পরিচালক নির্বাচিত হন।

বিজ্ঞাপন

পরিচালকদের ভোটেই নির্বাচিত হন বিসিবি সভাপতি। এবার বুলবুল ছাড়া আর কেউ প্রার্থীতা না দেওয়ায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এর মাধ্যমে প্রথমবারের মতো নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব নিচ্ছেন সাবেক এই তারকা ক্রিকেটার। এর আগে তিনি এনএসসি’র মনোনয়নে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য বিসিবি সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।

ক্যাটাগরি–১ (জেলা ও বিভাগ) থেকে নির্বাচিত হয়েছেন: ঢাকা বিভাগের আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিম, চট্টগ্রাম থেকে আহসান ইকবাল চৌধুরী ও আসিফ আকবর, খুলনা থেকে আব্দুর রাজ্জাক রাজ ও জুলফিকার আলী খান, বরিশাল থেকে সাখাওয়াত হোসেন, সিলেট থেকে রাহাত শামস, রাজশাহী থেকে মোখলেসুর রহমান এবং রংপুর থেকে হাসানুজ্জামান।

বিজ্ঞাপন

ক্যাটাগরি–২ (ঢাকা ক্লাব) থেকে নির্বাচিত হয়েছেন: ইশতিয়াক সাদেক, ফারুক আহমেদ, মেহরাব আলম চৌধুরী, শাহনিয়ান তানিম, আমজাদ হোসেন, মোকসেদুল কামাল, মঞ্জুরুল আলম, আদনান রহমান দিপন, আবুল বাশার শিপলু, ইফতেখার রহমান মিঠু, ফয়জুর রহমান ও নাজমুল ইসলাম।

ক্যাটাগরি–৩ (সাবেক ক্রিকেটার ও সংস্থা প্রতিনিধি) থেকে নির্বাচিত হয়েছেন খালেদ মাসুদ পাইলট।

অন্যদিকে এনএসসি কোটায় নির্বাচিত হয়েছেন এম ইসফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক। বুলবুলের নেতৃত্বে গঠিত এই নতুন কমিটি বাংলাদেশের ক্রিকেট প্রশাসনে নতুন দিগন্তের সূচনা করবে বলে আশা করছে ক্রীড়া অঙ্গন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD