Logo

বিসিবি নির্বাচনের ফল প্রকাশের পরপরই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ইশরাকের

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ অক্টোবর, ২০২৫, ২০:৫৭
27Shares
বিসিবি নির্বাচনের ফল প্রকাশের পরপরই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ইশরাকের
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ নির্বাচনে আবারও সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। পাশাপাশি পূর্বাভাস অনুযায়ী অন্যরাও পরিচালক পদে জয়লাভ করেছেন।

বিজ্ঞাপন

সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ প্রক্রিয়া। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী তিনটি ক্যাটাগরি থেকে ২৩ জন পরিচালক নির্বাচিত হন, আর জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত হন আরও দুজন।

তবে ফল ঘোষণার পরই বিএনপি নেতা ইশরাক হোসেন তীব্র প্রতিক্রিয়া জানান। নিজের ফেসবুক পোস্টে তিনি ফলাফলকে ‘জালিয়াতির সিলেকশন’ বলে উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন।

বিজ্ঞাপন

ইশরাক লিখেছেন, ‘বিসিবির জালিয়াতির সিলেকশন ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে সাধারণ জনগণ ও ক্রীড়া সংগঠকরা। জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য দেশকে স্থিতিশীল রাখতে এখন কিছু বলা হচ্ছে না। অচিরেই এই জাতীয় বেইমানদের কাঠগড়ায় দাঁড় করানো হবে ইনশাআল্লাহ। আমাদের দেশের আইন মেনেই এই ভুয়া বোর্ড লাথি মেরে ছুড়ে ফেলে দেয়া হবে।’

তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই ইশরাকের মন্তব্যকে রাজনৈতিক আবেগের বহিঃপ্রকাশ বলে মনে করছেন, আবার কেউ কেউ বিসিবি নির্বাচনের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলছেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD