একা দাঁড়ালেও জিততাম, কিন্তু নির্বাচনের নামে নাটক চাইনি: তামিম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাম্প্রতিক নির্বাচনকে ঘিরে সমালোচনা ও বিতর্কের জোয়ারে নিজের অবস্থান পরিষ্কার করলেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সভাপতি পদে প্রার্থী হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত ভোটের লড়াই থেকে সরে দাঁড়ান তিনি। পরে ঢাকার ক্লাব ক্রিকেটের সংগঠকদের একটি বড় অংশও তার সঙ্গে নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেন।
বিজ্ঞাপন
সোমবার (৬ অক্টোবর) অনুষ্ঠিত নির্বাচনে পরিচালক পদে নির্বাচিত হওয়ার পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হন সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল। ভোট শেষের দুই দিন পর, বুধবার (৮ অক্টোবর) রাজধানীতে সংবাদ সম্মেলনে হাজির হন বর্জনকারী ক্লাব সংগঠকরা। সেখানেই নিজের অবস্থান স্পষ্ট করেন তামিম।
সংবাদ সম্মেলনে তামিম বলেন, “আমি নিশ্চিতভাবে বলতে পারি, যদি একা নির্বাচনে দাঁড়াতাম, তবুও জিততাম। আমার পাশে কে আছে বা বিপক্ষে কে আছে-এসব বড় বিষয় ছিল না। কিন্তু আমি চাইনি নির্বাচনের নামে কোনো সাজানো নাটক হোক। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল একটি স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন।”
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, “আমরা শুরু থেকেই কিছু অলিখিত নিয়মের সঙ্গে একমত ছিলাম না। তাই নির্বাচন থেকে সরে আসি। কেউ যা ঠিক মনে করেছেন, সেটাই করেছেন-এ নিয়ে আমাদের কোনো ক্ষোভ নেই। তবে আমরা যে অবস্থান নিয়েছি, সেটা যেন ভবিষ্যতেও অপরিবর্তিত থাকে, এই প্রত্যাশা করছি।”
ভবিষ্যতে কেউ যেন সুবিধাবাদী আচরণ না করেন, সেই ইঙ্গিতও দেন তিনি। তামিম বলেন, “আজ যারা বর্জনের পক্ষে কথা বলছেন, তারা যেন আগামীকাল আবার অন্য অবস্থানে না যান। আমরা একসঙ্গে যা বলেছি, সেটাই ধরে রাখব—এটাই আমার অনুরোধ।”