Logo

আফগানদের ২২২ রানের সহজ লক্ষ্য দিলো বাংলাদেশ

profile picture
ক্রীড়া ডেস্ক
৮ অক্টোবর, ২০২৫, ২১:২৫
33Shares
আফগানদের ২২২ রানের সহজ লক্ষ্য দিলো বাংলাদেশ
ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশের তিক্ততা এখনো কাটেনি রশিদ-নাবিদের। তবে সেই ব্যর্থতা ভুলে এবার নতুন ফরম্যাটে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়েই ওয়ানডে সিরিজে মাঠে নেমেছে আফগানরা।

বিজ্ঞাপন

বুধবার (০৮ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।  

এদিন আবুধাবিতে টস জিতে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের পরও মেহেদি হাসান মিরাজ ও তাওহিদ হৃদয়ের দারুণ জুটিতে ভর করে ২২১ রানে অলআউট হয়েছে বাংলাদেশ দল। ফলে আফগানিস্তানের সামনে জয়ের লক্ষ্য দাঁড়িয়েছে ২২২ রান।

বিজ্ঞাপন

টপ অর্ডারের ব্যর্থতায় ইনিংসের শুরুতেই চাপে পড়ে যায় বাংলাদেশ। ইনিংসের চতুর্থ ওভারে আজমতউল্লাহ ওমরজাইয়ের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ১০ বলে ১০ রান করে ফেরেন ওপেনার তানজিদ তামিম। এরপর তিন নম্বরে নামা নাজমুল হোসেন শান্তও সুবিধা করতে পারেননি মাত্র ৫ বলে ২ রান করে ফেরেন তিনি।

২৫ রানে দুই উইকেট হারানোর পর দলের হাল ধরেন তাওহিদ হৃদয় ও সাইফ হাসান। অভিষেকে আস্থার ব্যাটিং খেললেও সাইফ ৩৭ বলে ২৬ রানে ফিরে যান। এরপর দলের বিপর্যয় কাটাতে গুরুত্বপূর্ণ দায়িত্ব নেন হৃদয় ও মিরাজ। চতুর্থ উইকেটে দুজন মিলে যোগ করেন মূল্যবান ১০১ রান।

তাওহিদ হৃদয় ৭৫ বলে ফিফটি তুলে নেন এবং ৫৬ রানে রান আউট হন। অন্যদিকে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ৭৪ বলে ফিফটি পূর্ণ করে ৬০ রানে থামেন।

বিজ্ঞাপন

তবে দুই সেট ব্যাটার ফেরার পর আবারও ভেঙে পড়ে ব্যাটিং লাইনআপ। জাকের আলী (১৬ বলে ১০) ও নুরুল হাসান সোহান (১৪ বলে ৭) ব্যর্থ হন দায়িত্ব নিতে। শেষদিকে তানজিম সাকিবের ১৭ ও তানভির ইসলামের ১১ রানে ভর করে ৪৮.৫ ওভারে ২২১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

এখন ম্যাচে জয় পেতে আফগানিস্তানকে করতে হবে ২২২ রান।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD