Logo

বাংলাদেশকে হারিয়েও খুশি নন আফগান অধিনায়ক শহীদি

profile picture
ক্রীড়া ডেস্ক
৯ অক্টোবর, ২০২৫, ১৩:৪৪
25Shares
বাংলাদেশকে হারিয়েও খুশি নন আফগান অধিনায়ক শহীদি
ছবি: সংগৃহীত

বিজ্ঞাপন

ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেটের ব্যবধানে বাংলাদেশকে হারিয়েছে আফগানিস্তান। তবে এমন জয়ের পরও সন্তুষ্ট নন দলের অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, সিনিয়র ব্যাটার রহমত শাহর আউট তাকে হতাশ করেছে।

শহীদি বলেন, “ব্যাটিংয়েও আমরা ভালো শুরু করেছিলাম। রহমানউল্লাহ গুরবাজ আর রহমত শাহ দুজনেই দারুণ ইনিংস খেলেছে। তবে দিন শেষে আমি রহমতের প্রতি খুশি নই। গুরবাজের আউটটা ঠিক ছিল, সেটা ভালো বল ছিল। কিন্তু রহমত নিজের উইকেটটা ছুড়ে দিয়েছে।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “এ পর্যায়ে এসে যখন আমরা সেট হয়ে যাই এবং কন্ডিশন বুঝে ফেলি, তখন আমাদের উচিত ম্যাচটা শেষ করে আসা। রহমত ভালো খেলেছে, কিন্তু আমি ওর প্রতি কঠোর। কারণ, সে দলের সিনিয়র ক্রিকেটার। তার এমন আউট নিয়ে আমি সন্তুষ্ট নই।”

তবে দলের সামগ্রিক পারফরম্যান্সে খুশি শহীদি। তার ভাষায়, “দল যেভাবে খেলেছে তাতে আমি খুশি। এটা আমাদের জন্য দারুণ একটা ম্যাচ ছিল। আমি ব্যক্তিগতভাবে অনেক পরিশ্রম করছি, বিশেষ করে ফিল্ডিংয়ের ফিটনেস নিয়ে। আজ আমার জন্য দিনটা ভালো ছিল—একটা অসাধারণ রানআউট করেছি, আর ক্যাচও ধরেছি।”

বিজ্ঞাপন

নিজের উন্নতির প্রতিশ্রুতি দিয়ে আফগান অধিনায়ক আরও বলেন, “দলের সেরা ফিল্ডারদের একজন হতে চাই। আগেও ভালো ফিল্ডার ছিলাম (হাসি)। সামগ্রিকভাবে আমি দলের পারফরম্যান্সে খুব খুশি। বোলাররা দারুণ বল করেছে, বিশেষ করে মাঝের ওভারে তারা ভালো লাইন ও লেংথে কিপটে বোলিং করেছে।”

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD