Logo

সর্বকালের সেরা ৫ অলরাউন্ডার বেছে নিলেন সিকান্দার রাজা

profile picture
ক্রীড়া ডেস্ক
৯ অক্টোবর, ২০২৫, ১৪:৩৯
33Shares
সর্বকালের সেরা ৫ অলরাউন্ডার বেছে নিলেন সিকান্দার রাজা
ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ের ক্রিকেটের অন্যতম তারকা সিকান্দার রাজা দীর্ঘদিন ধরে দেশের ক্রিকেটের মুখপাত্র হিসেবে পরিচিত। ব্যাট হাতে যেমন ভয়ংকর, তেমনি বল হাতে দলের জন্য নির্ভরযোগ্য এই অলরাউন্ডার সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে নিজের দৃষ্টিতে সর্বকালের সেরা পাঁচ অলরাউন্ডারের নাম প্রকাশ করেছেন, যেখানে এশিয়ারই তিনজন

বিজ্ঞাপন

দীর্ঘ প্রায় এক দশক ধরে জিম্বাবুয়ে ক্রিকেটের অন্যতম প্রধান মুখ হিসেবে রাজা দলের হয়ে অসাধারণ পারফরম্যান্স করে যাচ্ছেন। তার নেতৃত্বে সম্প্রতি জিম্বাবুয়ে ২০২৬ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। দেশকে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত করতে তারকা এই ক্রিকেটারের অবদান অনস্বীকার্য।

রাজা যাদের সর্বকালের সেরা হিসেবে বেছে নিয়েছেন, তারা হলেন দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস, বাংলাদেশের সাকিব আল হাসান, পাকিস্তানের শহীদ আফ্রিদি, ভারতের রবীন্দ্র জাদেজা এবং ওয়েস্ট ইন্ডিজের ডিজে ব্রাভো। এদের মধ্যে তিনজনই এশিয়ার প্রতিনিধি, যা ক্রিকেটের এই অঞ্চলের অলরাউন্ডারদের আধিপত্যকেই প্রতিফলিত করে।

বিজ্ঞাপন

বিশ্বের অনেক লিগে খেললেও বিপিএল তথা ঢাকার কন্ডিশনকেই সবচেয়ে চ্যালেঞ্জিং মনে করেন রাজা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার কাছে সবচেয়ে চ্যালেঞ্জিং কন্ডিশন যেটা মনে হয়েছে, সেটা হলো ঢাকা। সেটা বিপিএল হোক কিংবা আন্তর্জাতিক সফরে বা আন্তর্জাতিক ম্যাচে। ঢাকায় খেলাটা সবসময়ই আলাদা রকমের চ্যালেঞ্জ নিয়ে আসে।’

আইপিএলে ভবিষ্যতে খেলার সুযোগ না পেলেও কোনো আফসোস থাকবে না জিম্বাবুয়ের এই তারকা ক্রিকেটারের। আর যদি সুযোগ পানও যে কোনো দলের হয়েই খেলতে রাজি সিকান্দার রাজা। তিনি বলেন, ‘প্রত্যেক ক্রিকেটারই আইপিএলের অংশ হতে চায়। আলহামদুলিল্লাহ, আমি আইপিএলের অংশ হতে পেরেছি। ভবিষ্যতে যদি আইপিএলে খেলার সুযোগ না-ও পাই, তাতেও আমার মনে দুঃখ নেই। আইপিএল এমন এক বড় ও মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট, যেখানে যে কোনো দলের হয়েই খেলেন না কেন আপনাকে খেলতে হবে সেরাদের বিপক্ষে। আমি যদি আবার সুযোগ পাই, দলটা কে হবে সেটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়।’

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD