Logo

যারা ক্রিকেট খেলে, তাদের এত চাপ স্বাভাবিকই: নাইম শেখ

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১১ অক্টোবর, ২০২৫, ১৫:৪০
4Shares
যারা ক্রিকেট খেলে, তাদের এত চাপ স্বাভাবিকই: নাইম শেখ
ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশের শুরুটা সহজ হয়নি। সিরিজের প্রথম ম্যাচে ২২১ রানে থেমে বাংলাদেশ আফগানিস্তানের কাছে পাঁচ উইকেটে হেরে যায়। এতে টাইগারদের সামনে বাকি দুই ম্যাচ জিতেই সিরিজে টিকে থাকার একমাত্র সুযোগ।

বিজ্ঞাপন

এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে দলে যোগ দিয়েছেন বাঁহাতি ওপেনার নাইম শেখ। প্রথম ওয়ানডেতে ভিসা জটিলতার কারণে খেলতে না পারলেও দেশে ছাড়ার আগে তিনি সাংবাদিকদের বলেন, “আরে ভাই, যারা ক্রিকেট খেলে তাদের এত চাপ স্বাভাবিকই। দুই ম্যাচ বাকি আছে, জেতাই আমাদের লক্ষ্য।”

প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতার কারণে বাংলাদেশের অন্য কোনো ক্রিকেটার উল্লেখযোগ্য স্কোর করতে পারেননি তাওহীদ হৃদয় ও মেহেদী হাসান মিরাজকে ছাড়া। আফগানিস্তান নির্ধারিত লক্ষ্য পূরণ করে পাঁচ উইকেটে জয় নিশ্চিত করে।

বিজ্ঞাপন

নাইম শেখ আরও যোগ করেন, “ভালো উদ্দেশ্য নিয়ে যাচ্ছি। শেষ ওয়ানডে সিরিজেও দলের সঙ্গে ছিলাম। ভিসা সমস্যার কারণে এক ম্যাচ পরে যোগ দিতে পারছি, এটা ভালো লাগছে।”

প্রথম ম্যাচে নাইমের অনুপস্থিতিতে ওপেনিংয়ে নেমেছিলেন সাইফ হাসান ও তানজিদ হাসান। তবে সাইফ মাত্র ২৬ রানে আউট হন। এবার নাইম দলে ফিরলে তার জায়গা থেকে সাইফ বাদ পড়ার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোহাম্মদ নাঈম শেখ, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামিম হোসেন পাটোয়ারী, কাজী নুরুল হোসান সোহান, রিশাদ হোসেন, তানভির ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, নাহিদ রানা।

বিজ্ঞাপন

উল্লেখ্য, এর আগে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে জয় পেয়েছিল বাংলাদেশ। ওয়ানডে স্কোয়াডেও সেই দলের বেশিরভাগ ক্রিকেটার আছেন। নতুনভাবে দলে যুক্ত হয়েছেন মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, নাহিদ রানা, তানভির ইসলাম ও নাজমুল হোসেন শান্ত।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD