তিন ক্রিকেটার নিহততের ঘটনায় ত্রিদেশীয় সিরিজ থেকে সরে দাঁড়াল আফগানিস্তান

পাকিস্তানের বিমান হামলায় তিন ক্রিকেটার নিহত হওয়ার পর আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। আগামী মাসে পাকিস্তান, আফগানিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে এ সিরিজ হওয়ার কথা ছিল।
বিজ্ঞাপন
ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়, সিরিজটি ১৭ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত রাওয়ালপিন্ডি ও লাহোরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে শুক্রবার (১৭ অক্টোবর) সামাজিকমাধ্যম এক্সে এক বিবৃতিতে এসিবি জানায়, পাকিস্তানের বিমান হামলায় তাদের পাকতিকা প্রদেশে তিন স্থানীয় ক্রিকেটার নিহত হয়েছেন।
এসিবি জানায়, নিহতরা শারানায় একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন। বোর্ডের ভাষায়, “তাদের মৃত্যু আফগানিস্তানের ক্রীড়া সম্প্রদায়ের জন্য এক অপূরণীয় ক্ষতি। নিহতদের স্মরণে আমরা আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজেদের প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।”
বিজ্ঞাপন
এই সিরিজে পাকিস্তানের মাটিতে প্রথমবারের মতো খেলতে নামার কথা ছিল আফগানিস্তানের। কিন্তু দুই দেশের সীমান্তে চলমান সংঘাত ও বিমান হামলার কারণে সেটি বাতিল হয়ে গেল।
গত দুই সপ্তাহ ধরে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এসব সংঘাত ও হামলায় এখন পর্যন্ত কয়েক শত মানুষের প্রাণহানি ঘটেছে।
উল্লেখ্য, আফগানিস্তান ২০২৩ সালের এশিয়া কাপ ও চলতি বছরের শুরুতে চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিতে পাকিস্তান সফর করেছিল, যদিও তখন পাকিস্তানের বিপক্ষে তাদের কোনো ম্যাচ ছিল না।
বিজ্ঞাপন
এ বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এখনো কোনো মন্তব্য করেনি।
সূত্র: ইএসপিএন