Logo

আবারও ইউরোপে ফিরছেন নেইমার!

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১৮ অক্টোবর, ২০২৫, ১৩:০৮
6Shares
আবারও ইউরোপে ফিরছেন নেইমার!
ছবি: সংগৃহীত

ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র যেন ফিরে আসার অপেক্ষায়। জাতীয় দলে দীর্ঘদিন অনুপস্থিত এই ফরোয়ার্ড ২০২৬ বিশ্বকাপের আগে নিজেকে নতুন করে গড়ে তুলতে মরিয়া। সান্তোসে ফিরলেও পুরোপুরি ফিটনেস ফিরে পাননি তিনি। এরই মধ্যে জোর গুঞ্জন—আবারও ইউরোপে ফিরছেন নেইমার।

বিজ্ঞাপন

শীতকালীন ট্রান্সফার উইন্ডো ঘিরে নেইমারের ইউরোপীয় ফুটবলে ফেরার সম্ভাবনা এখন বেশ জোরালো। সান্তোসের সঙ্গে তার বর্তমান চুক্তি শেষ হচ্ছে ডিসেম্বরেই। ইতোমধ্যে ইউরোপের কয়েকটি ক্লাবের সঙ্গে যোগাযোগ শুরু হয়েছে, যার মধ্যে ইতালির দুই জায়ান্ট ইন্টার মিলান ও নাপোলির নাম সবার আগে।

ট্রান্সফার বিশেষজ্ঞ সাংবাদিক ফাব্রিজিও রোমানোর খবর, গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে নেইমারকে নিতে অনাগ্রহী এই দুই ক্লাব এখন আবার নতুন করে ভাবছে। নেইমারের এজেন্ট পিনি জাহাভির সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক আলোচনার পথকে আরও সহজ করছে।

বিজ্ঞাপন

নেইমারের এখনকার বড় লক্ষ্য জাতীয় দলে ফেরা। কার্লো আনচেলোত্তির অধীনে ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের স্কোয়াডে জায়গা পাওয়াই তার স্বপ্ন। এজন্য ইউরোপের কোনো প্রতিযোগিতামূলক ক্লাবে খেলা তার জন্য হতে পারে সেলেসাও দলে ফেরার সিঁড়ি।

সব কিছু ঠিক থাকলে জানুয়ারির শুরুতেই নেইমারের ইউরোপে ফেরার আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD