নতুন শুরুর আশায় ব্যাটিংয়ে বাংলাদেশ, অঙ্কনের ওয়ানডে অভিষেক

বিজ্ঞাপন
আফগানিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো হোয়াইটওয়াশের হতাশা কাটিয়ে উঠার সময় খুব একটা পায়নি বাংলাদেশ দল। তবে নতুন করে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হয়েছে মেহেদী হাসান মিরাজদের নতুন অভিযান।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। দুপুর দেড়টায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হয়েছে ম্যাচটি।
বিজ্ঞাপন
এই ম্যাচ দিয়েই জাতীয় দলে অভিষেক হয়েছে তরুণ উইকেটরক্ষক-ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কনের। তাকে ওয়ানডে ক্যাপ পরিয়ে দিয়েছেন সাইফ হাসান। এছাড়া দীর্ঘ বিরতির পর একাদশে ফিরেছেন সৌম্য সরকার।
ক্রিকেটের তিন ফরম্যাটের মধ্যে ওয়ানডেতে তুলনামূলক আত্মবিশ্বাসী ছিল বাংলাদেশ। কিন্তু সাম্প্রতিক সময়ে এই প্রিয় ফরম্যাটেও জয় খুঁজে ফিরছে টাইগাররা। সর্বশেষ ১২ ওয়ানডের মধ্যে ১১টিতেই পরাজয়ের তেতো অভিজ্ঞতা হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের।
বিজ্ঞাপন
বাংলাদেশ একাদশ: