Logo

ভিসা জটিলতায় ২৪ কোটি টাকার টুর্নামেন্টে খেলতে পারছেন না সিদ্দিক

profile picture
ক্রীড়া প্রতিবেদক
২০ অক্টোবর, ২০২৫, ১২:১২
3Shares
ভিসা জটিলতায় ২৪ কোটি টাকার টুর্নামেন্টে খেলতে পারছেন না সিদ্দিক
ফাইল ছবি।

ভিসা সমস্যার কারণে ২৪ কোটি টাকার আন্তর্জাতিক গলফ টুর্নামেন্টে অংশ নিতে পারছেন না বাংলাদেশের তারকা গলফার সিদ্দিকুর রহমান। আগামী বৃহস্পতিবার ফিলিপাইনে শুরু হতে যাচ্ছে এই মর্যাদাপূর্ণ আসরটি।

বিজ্ঞাপন

বর্তমানে মালয়েশিয়ান ওপেনে অংশ নিচ্ছেন সিদ্দিক। সেখান থেকে তিনি জানান, “ফিলিপাইনে দুই বিলিয়ন ডলারের টুর্নামেন্ট হতে যাচ্ছে। এমন বড় মাপের টুর্নামেন্টে খেলতে পারলে দারুণ হতো। কিন্তু ভিসা না পাওয়ায় আমাকে নাম প্রত্যাহার করে নিতে হচ্ছে।”

এমন অভিজ্ঞতা সিদ্দিকের নতুন নয়। আগেও একাধিকবার ভিসা জটিলতার কারণে বিদেশি টুর্নামেন্টে খেলতে পারেননি তিনি। তবে এবার বিষয়টি একটু ভিন্ন বলেই জানালেন তিনি, “আমি নিজে এবং ফেডারেশন—দুই পক্ষ থেকেই ঢাকার ফিলিপাইন দূতাবাসে যোগাযোগ করেছিলাম। অনুরোধ করেছিলাম যেন ১২ বা ১৩ অক্টোবর অ্যাপয়েন্টমেন্ট দেয়, কারণ ওই সময় আমি দেশে থাকতাম। কিন্তু তারা ৮ অক্টোবর তারিখ দেয়, যা পরিবর্তনযোগ্য ছিল না। তখন আমি ম্যাকাওয়ে থাকায় যাওয়া সম্ভব হয়নি।”

বিজ্ঞাপন

ফিলিপাইনের টুর্নামেন্টে না খেলতে পারায় আগামী সপ্তাহে মিশর যাচ্ছেন বাংলাদেশের এই কিংবদন্তি গলফার। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের ভিসা থাকায় মিশরে যেতে কোনো আলাদা ভিসা লাগছে না।

তবে সব অভিজ্ঞতাই যে তিক্ত ছিল, তা নয় বলে জানান তিনি—“আমেরিকান দূতাবাস একবার আমাকে এক দিনের মধ্যেই ভিসা দিয়েছিল।”

বিজ্ঞাপন

চলতি বছর ডিসেম্বর পর্যন্ত টানা ব্যস্ত সময় কাটাবেন সিদ্দিক। ইতোমধ্যে ম্যাকাও ও হংকংয়ে খেলে এখন মালয়েশিয়ায় আছেন, এরপর মিশরসহ আরও কয়েকটি টুর্নামেন্টে অংশ নেবেন। সফরের খরচ ও আয় প্রসঙ্গে তিনি বলেন, “আগে অনেক টুর্নামেন্ট জিতে ভালো আয় করতাম। এখন ব্যয় বেশি, আয় তুলনামূলক কম। তবু গলফ আমার ভালোবাসা—খেলাটাই আমাকে আনন্দ দেয়।”

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD