Logo

এবার পর্তুগাল অনূর্ধ্ব-১৬ দলে ডাক পেলেন রোনালদো জুনিয়র

profile picture
ক্রীড়া ডেস্ক
২১ অক্টোবর, ২০২৫, ১২:৫৯
12Shares
এবার পর্তুগাল অনূর্ধ্ব-১৬ দলে ডাক পেলেন রোনালদো জুনিয়র
ছবি: সংগৃহীত

বাবার মতোই আন্তর্জাতিক ফুটবলে নিজের অবস্থান পোক্ত করে তুলছেন ক্রিস্টিয়ানো রোনালদোর ছেলে ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়র। ‘ক্রিস্টিয়ানিনহো’ নামে পরিচিত এই তরুণ ফুটবলার এবার প্রথমবারের মতো পর্তুগালের অনূর্ধ্ব-১৬ দলে ডাক পেয়েছেন।

বিজ্ঞাপন

পর্তুগিজ ফুটবল ফেডারেশনের (এফপিএফ) এক বিবৃতিতে জানানো হয়েছে, ১৫ বছর বয়সী ক্রিস্টিয়ানিনহোকে ২২ জন খেলোয়াড়ের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা আগামী ৩০ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত তুরস্কের আনাতালিয়ায় অনুষ্ঠিতব্য ফেডারেশনস কাপে পর্তুগাল অনূর্ধ্ব-১৬ দলের প্রতিনিধিত্ব করবেন।

এর আগে ক্রিস্টিয়ানিনহো পর্তুগালের অনূর্ধ্ব-১৫ দলে খেলেছেন। গত মে মাসে ক্রোয়েশিয়ার ভ্লাতকো মারকোভিচ টুর্নামেন্টে তার অভিষেক হয়। সেই টুর্নামেন্টের ফাইনালে স্বাগতিকদের বিপক্ষে ৩–২ গোলে জয়ের ম্যাচে জোড়া গোল করে নজর কাড়েন তিনি।

বিজ্ঞাপন

সেই টুর্নামেন্টে তিনি তার বাবার বিখ্যাত ৭ নম্বর জার্সি পরে লেফট উইঙ্গার হিসেবে মাঠে নামেন যেই পজিশন থেকেই রোনালদো নিজের কিংবদন্তি ক্যারিয়ার শুরু করেছিলেন।

বর্তমানে ক্রিস্টিয়ানো জুনিয়র সৌদি ক্লাব আল নাসর-এর যুব দলে খেলছেন। এর আগে তিনি ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাসের একাডেমিতেও প্রশিক্ষণ নিয়েছেন।

বিজ্ঞাপন

ফুটবলপ্রেমীদের প্রত্যাশা, বাবার মতোই একদিন জাতীয় দলের হয়ে বিশ্বমঞ্চে উজ্জ্বল হবেন ক্রিস্টিয়ানো জুনিয়র।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD