Logo

নেইমারকে নিয়ে আবারও দুঃসংবাদ, যা বলছে সান্তোস

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১০ নভেম্বর, ২০২৫, ২১:০৫
4Shares
নেইমারকে নিয়ে আবারও দুঃসংবাদ, যা বলছে সান্তোস
ছবি: সংগৃহীত

বয়সে ছোট হলেও ক্লাব সান্তোসের হয়ে খেলছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার, তবে এখন দেখছেন, নিজের ক্লাবকেই অবনমন অঞ্চলে লড়তে। তবুও সর্বশেষ ম্যাচে তিন গোল পিছিয়ে থাকা অবস্থায় তাকেই বদলি করে নেওয়া হলে বিস্ময় আর ক্ষোভে মাঠ ছেড়ে যান ব্রাজিলিয়ান এ তারকা। ফ্লামেঙ্গোর বিপক্ষে ম্যাচের শেষ ছয় মিনিট বাকি থাকতে নেইমারের নাম ওঠে বদলির বোর্ডে— আর ঠিক সেই মুহূর্তেই পরিস্থিতি বদলে যায়।

বিজ্ঞাপন

তিন গোলে পিছিয়ে থাকা সান্তোস তখন মরিয়া হয়ে খেলছেন। সেই সময়েই হেড কোচ হুয়ান পাবলো ভয়ভোদা নেইমারকে তুলে নেন, নেইমারের জায়গায় নামান আর্জেন্টাইন মিডফিল্ডার বেঞ্জামিন রোলহাইসারকে। সিদ্ধান্তে হতবাক হয়ে তিনি মাঠ ছাড়ার সময়ই কৌতুক মেশানো বিস্ময়ে জিজ্ঞেস করেন, “আমাকেই নামিয়ে দিচ্ছ?” মুখে হাসি থাকলেও নেইমারের বিরক্তি লুকোনো যায়নি।

তিনি মাঠ থেকে উঠে বেঞ্চে বসে খেলা দেখা তো দূরের কথা, তিনি সরাসরি চলে যান ড্রেসিংরুমে। পরবর্তীতে সান্তোস দুই গোল ফিরিয়ে আনলেও পরাজয় এড়ানো সম্ভব হয়নি। ফলে ৩২ ম্যাচ শেষে মাত্র ৩৩ পয়েন্ট নিয়ে তারা রয়ে গেছে অবনমন অঞ্চলের ভেতরেই, জানা যায় নিরাপদ অবস্থানের চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে রয়েছে।

বিজ্ঞাপন

চলতি মৌসুমে চোট আর ছন্দহীনতায় ভুগছেন ৩৩ বছর বয়সী ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। তারপরেও তিনি বিশ্বাস করেন, সান্তোসকে রক্ষা করতে শেষ কয়েক ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারবেন। তবে ভয়ভোদার সিদ্ধান্ত যেন সেই বিশ্বাসে আঘাত হেনেছে। ম্যাচের বিরতিতে সাংবাদিকদের কাছে তিনি রেফারিং নিয়েও ক্ষোভ প্রকাশ করেন, “রেফারিরা শুধু খারাপই না, অনেক সময় উদ্ধতও,” মন্তব্য করেন নেইমার।

জানা যায়,সান্তোসের এখনো ছয় ম্যাচ বাকি মৌসুম শেষ হতে, (৭ ডিসেম্বর) শেষ হবে তাদের লিগ অভিযান। ঠিক সেই দিনেই শেষ হবে নেইমারের চুক্তিও। সামনে আবার বিশ্বকাপের বছর— জাতীয় দলে ফেরার আশা রাখছেন। ইতোমধ্যেই সবাই বলা বলি করে উঠেছে, ব্রাজিল কিংবদন্তি হয়তো নতুন মৌসুমে যোগ দিতে পারেন বন্ধু লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামিতে।

বিজ্ঞাপন

অন্যদিকে সান্তোসের সমর্থকরা হতাশ, দল যেমন বিপর্যস্ত, তেমন নেইমারের মনোভাব নিয়েও প্রশ্ন উঠছে। ক্লাবের রেলিগেশন লড়াই আর তার ভবিষ্যৎ— দুদিকেই এখন দুশ্চিন্তা বাড়ছে সান্তোসে।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD