Logo

শুধু ঢাকা নয়, ক্রিকেটকে সারা দেশে ছড়িয়ে দিতে চাই: আসিফ আকবর

profile picture
জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁও
২০ নভেম্বর, ২০২৫, ১৩:১০
12Shares
শুধু ঢাকা নয়, ক্রিকেটকে সারা দেশে ছড়িয়ে দিতে চাই: আসিফ আকবর
ছবি: প্রতিনিধি

ক্রিকেট অবকাঠামো উন্নয়ন ও খেলোয়াড় তৈরির দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে ঠাকুরগাঁও জেলা স্টেডিয়াম পরিদর্শনে এসেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর পরিচালক আসিফ আকবর।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়াম পরিদর্শন শেষে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বয়সভিত্তিক ক্রিকেট উন্নয়ন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর পরিচালক আসিফ আকবর।

বিজ্ঞাপন

তিনি বলেন, শুধু ঢাকা নয়, ঢাকার বাইরে আমরা ক্রিকেটটা ছড়িয়ে দিতে চাই। এজন্য আমরা সারা দেশের জেলাগুলোতে ক্রিকেটের অবস্থান সম্পর্কে জানতে পরিদর্শনে নেমেছি। আগের তুলনায় ক্রিকেট বোর্ডের অবস্থা অনেকটাই ভালো।

ঠাকুরগাঁও স্টেডিয়াম নিয়ে তিনি আরও বলেন, এই স্টেডিয়ামটি অনেক ভালো পর্যায়ে রয়েছে তাই ক্রিকেটের দিক থেকে ঠাকুরগাঁও নিয়ে একটা অপার সম্ভাবনা রয়েছে।

এছাড়াও স্টেডিয়ামের কিছু চাহিদা রয়েছে বিশেষ করে মেয়েদের জন্য আলাদা ড্রেসিং রুম, ইনডোর খেলার মাঠ, প্রশিক্ষণ অবকাঠামো, গ্রাউন্ড কন্ডিশন, নেট সুবিধা, একাডেমিক সম্ভাবনা এবং জেলা পর্যায়ে ক্রিকেট উন্নয়নের পরবর্তী সংস্কারসহ প্রয়োজনীয় সকল উপকরণ খুব শিগগিরি বিসিবির মাধ্যমে পাবে এমন আশ্বাস দেন তিনি।

বিজ্ঞাপন

আসিফ আকবর বলেন, সীমান্ত ঘেষা জেলা হওয়ায় মাদকের দিক থেকে ঠাকুরগাঁও অনেকটাই এগিয়ে আছে। যুব সমাজকে মাদকের ছোবল থেকে বাঁচাতে আমরা স্কুল মাদ্রাসা থেকে শুরু করে শিক্ষার্থীদের জন্য আমরা কাজ করে যাচ্ছি। বিভিন্ন বয়সের বাচ্চাদের জন্য আলাদা আলাদা বিভাগ তৈরি করে তাদের খেলাধুলার সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। এজন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

এ সময় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর পরিচালক হাসানুজ্জামান, জিডির সদস্য সচিব আরমানুল ইসলাম ও বিসিবি’র আম্পায়ার সাকিরসহ অন্যান্যরা।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD