Logo

নিষেধাজ্ঞার বিষয়ে জবাব দেওয়া হয়েছে: র‌্যাব ডিজি

profile picture
জনবাণী ডেস্ক
১ নভেম্বর, ২০২২, ১৫:৫২
39Shares
নিষেধাজ্ঞার বিষয়ে জবাব দেওয়া হয়েছে: র‌্যাব ডিজি
ছবি: সংগৃহীত

সরকারের নির্দেশনায় জঙ্গি, সন্ত্রাসবাদ ও মাদক নির্মূলে কাজ করে যাচ্ছে র‍্যাব। জঙ্গি-সন্ত্রাসীদের কাছে র‍্যাব একটি আতঙ্কের নাম

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের দেওয়া নিষেধাজ্ঞায় র‍্যাবে যেসব সংস্কারের কথা বলা হয়েছে, সেসব করার দায়িত্ব সরকারের। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়ে সব অভিযোগের জবাব দেওয়া হয়েছে। সরকার বিষয়টি নিয়ে কাজ করছে বলে মন্তব্য করছেন, র‍্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন।

আজ সোমবার (৩১ অক্টোবর) সিলেট র‍্যাব-৯ এর সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। 

বিজ্ঞাপন

র‍্যাব মহাপরিচালক বলেন, সরকারের নির্দেশনায় জঙ্গি, সন্ত্রাসবাদ ও মাদক নির্মূলে কাজ করে যাচ্ছে র‍্যাব। জঙ্গি-সন্ত্রাসীদের কাছে র‍্যাব একটি আতঙ্কের নাম। দেশের আইনশৃঙ্খলা রক্ষায় অতন্দ্র প্রহরী হয়ে র‍্যাব অবিরাম কাজ করে যাচ্ছে। 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে মানুষের আস্থা অর্জন ও জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছে র‍্যাব-৯। ২০০৫ সালের সেপ্টেম্বরে প্রতিষ্ঠার পর থেকে র‍্যাব-৯ এর যে সকল সদস্য দেশের জন্য কাজ করে জীবন বিলিয়ে দিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমাবেদনা জ্ঞাপন করছি। 

এম খুরশীদ হোসেন বলেন, আইনশৃঙ্খলার রক্ষায় নিয়োজিত থাকার পাশাপাশি র‍্যাব-৯ সকল দুর্যোগ মুহূর্তে মানুষের পাশে দাঁড়িয়েছে। বিগত বন্যায় অসহায় মানুষের মুখে খাবার তুলে দেওয়াসহ নানা সহায়তা প্রদান করেছে র‍্যাব-৯।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD