Logo

আত্রাইয়ে ট্যাপেনটাডল ট্যাবলেটসহ গ্রেফতার ২

profile picture
জনবাণী ডেস্ক
৭ এপ্রিল, ২০২৩, ১১:৫৬
আত্রাইয়ে ট্যাপেনটাডল ট্যাবলেটসহ গ্রেফতার ২
ছবি: সংগৃহীত

নওগাঁর আত্রাইয়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪’শ পিচ ট্যাপেনটাডল ট্যাবলেটসহ দু’জনকে আটক করেছে আত্রাই থানা পুলিশ।

বিজ্ঞাপন

নওগাঁর আত্রাইয়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪’শ পিচ ট্যাপেনটাডল ট্যাবলেটসহ দু’জনকে আটক করেছে আত্রাই থানা পুলিশ।

আটককৃতদের বিরুদ্ধে মামলা রজু করে বহস্পতিবার (৬ এপ্রিল) সকালে তাদের নওগাঁ  জেল হাজতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

থানা সূত্রে জানা যায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এস আই নুরুল আমিন, চাঁদ আলী, এ এস আই সিদ্দিকুর রহমান সঙ্গীয় ফোর্সসহ উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের বান্দায়খাড়া এলাকায় অভিযান চালিয়ে বান্দায়খাড়া গ্রামের মৃত বেলাল হোসেন মোল্লার ছেলে আকরাম হোসেন মোল্লা (৩৬) ও একই গ্রামের মৃত মকছেদুর ইসলাম মুকুলের ছেলে আজিজুল ইসলাম টগর(৫০) কে আটক করা হয়। আটককালে তাদের কাছ থেকে ৪’শ পিচ ট্যাপেনটাডল ট্যাবলেট ও একটি কালো রঙের সিটি ১০০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. তারেকুর রহমান সরকার বলেন, বুধবার রাতে বান্ধাইখাড়া এলাকায় মাদক বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে  অভিযান চালিয়ে ট্যাপেনটাডল ট্যাবলেটসহ দুজনকে আটক করা হয় এবং তাদের বিরুদ্ধে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করে বৃহস্পতিবার সকালে তাদোর নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে।

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD