Logo

কয়রায় প্রশাসনের সাথে শিশুদের মুখোমুখি সংলাপ

profile picture
জনবাণী ডেস্ক
৬ জুন, ২০২৩, ০৩:২০
27Shares
কয়রায় প্রশাসনের সাথে শিশুদের মুখোমুখি সংলাপ
ছবি: সংগৃহীত

স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন তৈরী করাসহ বিভিন্ন বিষয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন এ ছাড়া দ্রুত ব্যবস্থা গ্রহন করবেন বলে প্রত্যায় ব্যক্ত করেন

বিজ্ঞাপন

খুলনার কয়রায় শিশুদের সাথে উপজেলা প্রশাসনের মুখোমুখি সংলাপ অনুষ্ঠিত হয়। 

সোমবার (৫ জুন) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে পরিত্রানের সার্বিক তত্ববধানে এ সংলাপ অনুষ্ঠিত হয়। 

বিজ্ঞাপন

উপজেলা ন্যাশনাল টাক্স ফোর্স (এনসিটিএফ) এর সভাপতি শিউলি মুন্ডার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. মমিনুর রহমান। 

বিজ্ঞাপন

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা. মুস্তাইন বিল্যাহ। এতে আরও বক্তব্য রাখেন প্রভাষক বিদেশ রঞ্জন মৃধা, সাংবাদিক ইমতিয়াজ উদ্দিন, মো. রিয়াছাদ আলী, জাতীয় আদিবাসী পরিষদের জেলা সাধারণ সম্পাদক নিরাপদ মুন্ডা, পরিত্রানের প্রোগ্রাম সমন্বয়কারী মো. রবিউল ইসলাম, প্রজেক্ট অফিসার মো. আলাউদ্দিন, এনসিটিফের সদস্য সুবজিত মুন্ডা, স্বপ্না মুন্ডা, দিপানিতা মুন্ডা, রত্না মুন্ডা প্রমুখ। 

বিজ্ঞাপন

অনুষ্ঠানে এনটিএফের সদস্যদের দাবির মুখে অতিথিরা কয়রার ৬নং কয়রায় শিশুদের জন্য খেলার মাঠের ব্যবস্থা, শিশুদের দ্বারা পরিবহন চালানো বন্ধ করে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, যৌন হয়রানি বন্ধে কঠোর ব্যবস্থা, বাল্য বিবাহ প্রতিরোধ, বিদ্যালয়ে মেয়েদের জন্য স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন তৈরী করাসহ বিভিন্ন বিষয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। এ ছাড়া দ্রুত ব্যবস্থা গ্রহন করবেন বলে প্রত্যায় ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD