Logo

মেহেরপুরে পাওয়ার টিলার-ট্রলির মুখোমুখি সংঘর্ষে নিহত ১

profile picture
জনবাণী ডেস্ক
২১ এপ্রিল, ২০২৪, ০৫:২৯
26Shares
মেহেরপুরে পাওয়ার টিলার-ট্রলির মুখোমুখি সংঘর্ষে নিহত ১
ছবি: সংগৃহীত

শনিবার (২০ এপ্রিল) দুপুর ২ টার দিকে এ দূর্ঘটনা ঘটে

বিজ্ঞাপন

মেহেরপুর মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের কোমরপুর পুলিশ ক্যাম্পের পাশে স্যালোইঞ্জিন চালিত যানবাহন পাওয়ার টিলারের সাথে একটি মাটিবহনকারী ট্রলির সংঘর্ষে পাওয়ার টিলার চালক লিটন আলি (৩৮) নিহত হয়েছে। 

শনিবার (২০ এপ্রিল) দুপুর ২ টার দিকে এ দূর্ঘটনা ঘটে। এসময় পাওয়ার ট্রিলারে থাকা আরো ৫ জন আহত হয়েছে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান পাওয়ারট্রিলার কাঠ বোঝায় একটি ট্রলিকে ওভারটেক করার সময় সামনে থেকে আসা একটি মাটি বহনকারী ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই পাওয়ার ট্রিলার চালক লিটন আলী নিহত হয়। সে মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের বাবর পাড়া গ্রামের নাসির উদ্দীনের ছেলে। 

বিজ্ঞাপন

এ ঘটনায় আহতরা হলেন সুমন আলী (২০), ইদ্রিস আলী (৪৫), দেলোয়ার হোসেন (২৬), নজরুল ইসলাম (৬৫) ও আহসান (২০) তারা সকলেই রাজমিস্ত্রী এবং একই এলাকার বাসিন্দা। একটি বিল্ডিং এর ছাদ ঢালাই কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন।

বিজ্ঞাপন

মুজিনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল কুমার দত্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী ব্যাবস্থা গ্রহন করা হবে।

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD