পাবনায় সিএনজি-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষ নিহত ২

উদ্ধার করে দ্রুত উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হলে কর্মরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
পাবনা সদর সিংগা বাইপাস পাবনা-রাজশাহী মহাসড়কে কাঠের মিলের সামনে অ্যাম্বুলেন্স-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে।
শনিবার (২০ এপ্রিল )রাত ১০ টায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহতরা হলেন- সিএনজি চালক দুখু মিয়া (৩৫) ও যাত্রী মো. রমজান আলী (৫০)।
বিজ্ঞাপন
আরও পড়ুন: পাবনায় হিট স্ট্রোকে প্রাণ গেল একজনের
উদ্ধার করে দ্রুত উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হলে কর্মরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী অভিমুখী অ্যাম্বুলেন্স ও পাবনা অভিমুখী সিএনজি মুখোমুখি সংঘর্ষে সিএনজি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সিএনজি চালক দুখু মিয়া ও রমজান আলী নিহত হয়েছে । নিহত দুখু শালগাড়ীয়া মেরিল বাইপাস শামসুলের ছেলে ছেলে। ও নিহত রমজান আলী সালগারিয়া মেরিল বাইপাস এলাকা মৃত দরবেশের ছেলে।
বিজ্ঞাপন
পাবনা সদর থানার অফিসার ইনচার্জ রওশন আলী বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পাবনা সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। নিহত দুখু ও রমজানের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে এ তথ্য নিশ্চিত করেছেন। পাবনা সদর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বিজ্ঞাপন
জেবি/এসবি