Logo

সাবেক এমপি জাফরকে পরাজিত করে আবারও চেয়ারম্যান সাঈদী

profile picture
জনবাণী ডেস্ক
২২ মে, ২০২৪, ০৭:০৩
49Shares
সাবেক এমপি জাফরকে পরাজিত করে আবারও চেয়ারম্যান সাঈদী
ছবি: সংগৃহীত

কিন্তু যেখানেও পরাজিত হলেন সাবেক এই এমপি

বিজ্ঞাপন

কক্সবাজার-১ আসন (চকরিয়া-পেকুয়া) আসনের দলের মনোনয় বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে গত সংসদ নির্বাচনে প্রার্থী হয়ে ছিলেন সাবেক এমপি জাফর আলম। কিন্তু নির্বাচনে জাফর আলমকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছে কল্যান পার্টি প্রার্থী সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম। এরপর পরই নির্বাচন কমিশন ঘোষিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে চকরিয়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়ে যান তিনি। কিন্তু যেখানেও পরাজিত হলেন সাবেক এই এমপি।

মঙ্গলবার কক্সবাজারের ৩ টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে চকরিয়া উপজেলায় বেসরকারিভাবে আবারও চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা ফজলুল করিম সাঈদী। তিনি দোয়াত কলম প্রতিক নিয়ে পেয়েছেন ৫৬১২২ ভোট। আর নিকটতম প্রতিদ্বন্দ্বি ঘোড়া প্রতিক নিয়ে সাবেক এমপি জাফর আলম পেয়েছেন ৫২২৫২ ভোট।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

চকরিয়া উপজেলা পরিষদের নির্বাচনে ১১৪ টি ভোট কেন্দ্রে মোট ৩ লক্ষ ৬১ হাজার ১০৩ জন ভোটার রয়েছে। ভোট গ্রহণ শেষে রাত ৮ টার দিকে এ ফলাফল ঘোষণা করা হয়ে বলে জানিয়েছেন চকরিয়া উপজেলা নির্বাহি কর্মকর্তা ফখরুল ইসলাম।

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD