টাঙ্গাইলে বাস উল্টে খাদে পড়ে আহত ২৫

বৃহস্পতিবার (৬ জুন) সকাল ৮টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে শাহপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
টাঙ্গাইলের ঘাটাইলে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কমপক্ষে ২৫ জন যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৬ জুন) সকাল ৮টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে শাহপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে বৃষ্টির সময় শাহপুর এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পরে বিষয়টি স্থানীয়রা ঘাটাইল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে অবগত করে। পরে তারা ঘটনাস্থলে গিয়ে লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠায়।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার এসআই মনির। তিনি জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২০ থেকে ২৫ যাত্রী আহত হন। পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। তবে এ ঘটনায় কেউ মারা যায়নি।
বিজ্ঞাপন
জেবি/এসবি









