Logo

কুষ্টিয়াতে চুরি যাওয়া শিশুর মরদেহ উদ্ধার

profile picture
জনবাণী ডেস্ক
১৩ জুন, ২০২৪, ০৬:০২
42Shares
কুষ্টিয়াতে চুরি যাওয়া শিশুর মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

প্রচন্ড গরমের কারণে ঘরের দরজা খোলা রেখে ঘুমিয়ে ছিলেন তারা

বিজ্ঞাপন

কুষ্টিয়ার কুমারখালীতে ঘুমন্ত মা ও নানীর মাঝ থেকে চুরি যাওয়া শিশুর মরদেহ দু’দিন পর উদ্ধার করা হয়েছে। 

সোমবার (১০জুন)) রাতে বাগুলাট ইউনিয়নের আদাবাড়িয়া গ্রাম থেকে চুরি শিশুর মরদেহ বুধবার (১২ জুন) একই এলাকার বিলের মাঝে পাওয়া যায়। নিহত শিশু চাঁদপুর ইউনিয়নের গোবরা আনন্দপুর গ্রামের জিয়াউর রহমানের ছেলে আড়াই মাস বয়সী শিশু ইসরাফিল। 

বিজ্ঞাপন

নিহত শিশুর মা রেহেনা বেগম জানান, সোমবার রাতের খাবারের পর শিশু ইসরাফিলকে নিয়ে তিনি ও তার মা ঘুমাতে যান।তাদের দুজনের মাঝে ইসরাফিল ঘুমিয়ে ছিলো। রাত ১০টার দিকে ঘুম ভেঙে গেলে দেখতে পান ইসরাফিল পাশে নেই। প্রচন্ড গরমের কারণে ঘরের দরজা খোলা রেখে ঘুমিয়ে ছিলেন তারা। এসময় তাদের পরিবারের সকলে মিলে অনেক খোঁজাখুঁজি করেও ছেলের সন্ধান পাননি। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (১১ জুন) সকালে এ বিষয়ে কুমারখালী থানায় অভিযোগ দায়ের করেন। এবং বুধবার বেলা তিনটার দিকে আদাবাড়িয়া বিলের মধ্যে শিশু ইসরাফিলের মরদেহ পাওয়া গেছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিবুল ইসলাম জানান, সোমবার রাতে শিশুটি চুরি যাওয়ার ঘটনায় কুমারখালী থানায় অভিযোগ দায়ের করেন শিশুটির অভিভাভক। তারপর থেকেই শিশু উদ্ধারের জন্য পুলিশি অভিযান অব্যাহত ছিলো। এবং বুধবার ভুক্তভোগীর বাবার বাড়ির অদুরে বিলের মধ্যে থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD